দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস ও গবাদি পশু কেনা-বেচার জনপ্রিয় মাধ্যম বিক্রয় ডট কম এবং জনপ্রিয় ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড আয়োজিত ‘বিক্রয় বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার’ কন্টেস্টের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। সম্প্রতি, বিক্রয় ডটকম-এর প্রধান কার্যালয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিক্রয় ডটকম-এর হেড অব মার্কেটিং আরিফিন হোসাইন; বিক্রয় ডটকম-এর হেড অব কর্পোরেট সেলস সঞ্জয় বিশ্বাস; মিনিস্টার গ্রুপ-এর হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কে.এম.জি. কিবরিয়া প্রমুখ।
এই বছরের ঈদ-উল-আযহা’য় বিক্রয় ডট কম এবং মিনিস্টার ষষ্ঠবারের মতো এই বিরাট হাট কন্টেস্টটি আয়োজন করে। প্রতিযোগিতার দুটি অংশ ছিল; গ্রাহক কন্টেস্ট এবং মেম্বার কন্টেস্ট। দেশব্যাপি গ্রাহক কন্টেস্ট থেকে সেরা ৩ ভাগ্যবান বিজয়ীরা হলেন; অনন্যা রহমান অনু, ধৃতি সীমা, এবং শারমিন আহমেদ রেশমী। অন্যদিকে, মেম্বার কন্টেস্ট থেকে সেরা ৩ বিজয়ীরা হলেন; মনি ডেইরি ফার্ম-এর উদ্যোক্তা মো: আনোয়ার হোসেন, আলমগীর র্যাঞ্চ-এর উদ্যোক্তা সালাউদ্দিন আলমগীর, এবং হ্যান্ডশেক এগ্রো প্রাইভেট লিমিটেড-এর উদ্যোক্তা আসাদ রুবেল। উভয় প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে মিনিস্টার গ্রুপ-এর পক্ষ থেকে রেফ্রিজারেটর, এলইডি টিভি, মাইক্রোওয়েভ ওভেনসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
বিক্রয় ডট কম-এর হেড অব মার্কেটিং আরিফিন হোসাইন বলেন, “বিরাট হাট ক্যাম্পেইনে এবারও আমরা সম্মানিত গ্রাহক ও মেম্বারদের থেকে ব্যাপক সাড়া পেয়েছি। এবারের ঈদে প্রায় ১৫০জন নতুন মেম্বার আমাদের সাথে যুক্ত হয়ে তাদের খামারের পশুর বিজ্ঞাপন দিয়েছেন এবং প্রায় ৩ হাজার পশু বিক্রি হয়েছে। বিক্রয় ডটকম-এর মাধ্যমে পছন্দের গরু কিনে এবং ঈদের আগেই পশু বিক্রির মাধ্যমে গ্রাহক ও মেম্বাররা চমৎকারভাবে ঈদ-উল-আযহা উদযাপন করতে পেরেছেন বলে আমার বিশ্বাস। এই আয়োজনে আমাদের সাথে থাকার জন্য মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড-কে অসংখ্য ধন্যবাদ এবং বিজয়ীদের অভিনন্দন।”
মিনিস্টার গ্রুপ-এর হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কে.এম.জি. কিবরিয়া বলেন, “এমন চমৎকার একটি আয়োজনের সাথে যুক্ত থাকতে পেরে আমরা ভীষণ আনন্দিত। ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে প্রতিবছর অনলাইনে পশু কেনা-বেচার এই আয়োজন করায় বিক্রয় ডটকম-কে বিশেষ ধন্যবাদ। ঈদ কেটে গেলেও ঈদের আনন্দ যেন অব্যাহত রাখতে ‘বিক্রয় বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার’ কন্টেস্ট বিজয়ীদের আমরা পুরস্কার বিতরণ করেছি। আশা করি মিনিস্টার-এর পণ্য ব্যবহার করে বিজয়ীরা সন্তুষ্ট হবেন ও পরবর্তীতেও আমাদের পণ্য ব্যবহার করবেন। ভবিষ্যতেও বিক্রয়-এর এমন গ্রাহক-বান্ধব আয়োজনের সাথে থাকতে আমরা আশাবাদী।”