ই-কমার্স প্রতিষ্ঠান থেকে ড্রোন ক্যামেরা অর্ডার করে আলু পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভারতের বিহারের চৈতন্য নামের এক গ্রাহক এমন অভিযোগ করেছেন। হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে ভারতে শুরু হয়েছে দ্যা গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। প্রতিবছরের মতো চলতি বছরেও এ উপলক্ষে ই-কমার্স প্রতিষ্ঠান তাদের সকল পণ্যে বিশেষ ছাড় ঘোষণা করেছে। এ সুযোগে অনেক ই-কমার্স প্রতিষ্ঠান প্রতারণার আশ্রয় নিচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও শেয়ার করে চৈতন্য বলেন, মিশো নামে একটি ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে ড্রোন ক্যামেরা অর্ডার করেছিলেন তিনি। ৮৫ হাজার রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫ হাজার টাকা) ড্রোন ক্যামেরাটি মাত্র ১০,২১২ রুপিতে বিক্রি করছে ই-কমার্স প্রতিষ্ঠানটি, এত সস্তা তাই সন্দেহ হয় তার৷ ই-কমার্স প্রতিষ্ঠানের সাথে কথা বলে আশ্বস্ত হন এই গ্রাহক। অনলাইনে অর্থও পরিশোধ করেন তিনি।
নির্ধারিত সময়ে ডেলিভারি ম্যান চৈতন্যকে পণ্যটি দিতে আসলে পণ্যর প্যাকেট তার সামনে খুলতে বলেন। পুরো বিষয়টি ভিডিও আকারে ধারণ করে রাখেন তিনি। প্যাকেট খুলতেই দেখেন ভেতরে ড্রোন ক্যামেরার বদলে আলু দেওয়া হয়েছে। ডেলিভারি ম্যানকে জিজ্ঞাসা করলে, তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে উল্লেখ করেন।
চৈতন্য বলেন, যদি এ বিষয়ে ই-কমার্স প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ধরনের সমাধান না পাওয়া যায়, তাহলে আইনের আশ্রয় নেবেন তিনি।
এদিকে, ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্টে ল্যাপটপ অর্ডার করে সাবান পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভারতের আমেদাবাদের যশস্বী শর্মা নামের এক ছাত্র এমন অভিযোগ করেছেন।