বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি আজ শুক্রবার (২৮ অক্টোবর) ‘ধন্যবাদ উৎসব’ আয়োজনের মাধ্যমে নতুন করে ব্যবসায় ফিরছে। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর নবজন্ম হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির। তবে আগের ডোমেইনে ব্যবসা করার সুযোগ থাকছে না। ব্যবসা চালু করতে নিতে হয়েছে নতুন ডোমেইন।
এ বিষয়ে ইভ্যালি জানিয়েছে, শুক্রবার ইভ্যালি ডটকম লাইভ হবে। আমরা চেয়েছিলাম পূর্বের মতোই ইভ্যালি ডটকম ডটবিডি ডোমেইনটি চালু করতে। ইভ্যালি ডটকম ডটবিডি ডোমেইন প্রোভাইডার বিটিসিএল থেকে আমাদের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন। আশা করছি দ্রুত আমরা পেয়ে যাব। সংস্থাটি নিরলসভাবে চেষ্টা করছে দেওয়ার জন্য। পুরাতন ডোমেইন আপডেট হওয়ার সাথে সাথেই আমরা আপনাদের অবগত করব।
ইভ্যালি আরও জানিয়েছে, সবকিছু নতুন হওয়ায় আপাতত পুরাতন ডাটা থাকবে না। বিচলিত হবেন না। পুরাতন সকল ডাটা অ্যামাজনের কাছে সুরক্ষিত আছে। আমরা এই বিষয়ে অ্যামাজন সাথে সব ধরনের যোগাযোগ রাখছি। আশা করছি, পুরাতন সার্ভারের সমস্যা দ্রুতই সমাধান করতে সক্ষম হব। আমাদের চেষ্টা চলমান আছে।
১৫ অক্টোবর ইভ্যালি চালু হওয়ার কথা থাকলেও গ্রাহকদের আরও বেশি সুবিধা দিতে তারিখ পরিবর্তন করে প্রতিষ্ঠানটি।
এদিকে ইভ্যালির সহ প্রতিষ্ঠাতা শামীমা নাসরিন বলেন, এখন থেকে আমরা আর লসে পণ্য বিক্রি করব না। তবে ইভ্যালির গ্রাহকরা আকর্ষণীয় মূল্যে পণ্য কিনতে পারবেন না, তা নয়। লাভ করে পণ্য বিক্রি করলেও, গতানুগতিক বাজারের তুলনায় গ্রাহকদের বেস্ট প্রাইস দিতে পারব আমরা।
একাধিক মামলায় ১ বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাসেল।