অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালির সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেলের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে শতাধিক গ্রাহক ও ব্যবসায়ী। মানববন্ধনে অংশগ্রহণকারীরা রাসেলের মুক্তি হলে গেটওয়েতে আটকে থাকা অর্থ এবং গোডাউনে থাকা পণ্য ফিরে পাবেন বলে দাবি করেন।
আজ শনিবার রাজধানীর শাহবাগে ‘ইভ্যালির সাধারণ গ্রাহক ও মার্চেন্টগণ’ শিরোনামের ব্যানারে এই মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে আয়োজকদের পক্ষ থেকে তরিকুল আজিজ বাপ্পী বলেন, রাসেল ভাই প্রায় ১৪ মাস ধরে জেলে বন্দি। আমরা এতদিন ধরে দাবি জানিয়ে আসছি। আমাদের বিশ্বাস উনি বের হয়ে এলে আমরা, পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা আমাদের ২৫ কোটি টাকা ফিরে পাব। এ ছাড়াও গোডাউনে আরও প্রায় ২৫ কোটি টাকা মূল্যের পণ্য পড়ে আছে। সেগুলো নষ্ট হচ্ছে। রাসেল ভাই বের হয়ে আসলে আমাজনের সার্ভার থেকে তথ্য নিয়ে এসব অর্থ এবং পণ্য সুসমভাবে বণ্টন করা যাবে।
ইভ্যালির মার্চেন্ট মোহাম্মদ শফিকুল ইসলাম মানববন্ধনে বলেন, ইভ্যালি তো এখন লাভে ব্যবসা করছে। আমরা তো রাসেল ভাইকে, ইভ্যালিকে সময় দিতে চাইছি। তিনি ব্যবসা করে আমাদের পাওনা টাকা বা পণ্য ধীরে ধীরে বুঝিয়ে দেবেন। তাহলে কাদের স্বার্থে তাকে আটকে রাখা হয়েছে কিন্তু আমাদের স্বার্থ দেখা হচ্ছে না?
অতি দ্রুত রাসেলকে মুক্তি দেওয়া না হলে আরও কঠিন আন্দোলনের কথা জানান আয়োজকরা।