ভারতে ফুড ও ই-লার্নিং সেবা বন্ধের ঘোষণা দেওয়ার পর পাইকারি ব্যবসাও গুটিয়ে নিতে যাচ্ছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। বার্ষিক পরিচালন কার্যক্রম পর্যালোচনা এবং খরচ কমানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, ভারতের তিনটি বড় শহরে অ্যামাজনের পাইকারি পণ্য বিতরণ ব্যবসা পরিচালিত হয়। ছোট ব্যবসায়ীদের সহায়তায় দোকানে সরাসরি পণ্য বিতরণ করা হতো। আগামী ২৯ ডিসেম্বর সেবাটি বন্ধ হয়ে যাবে।
এর আগে গত শুক্রবার ভারতে ফুড এবং ই-লার্নিং সেবা বন্ধের ঘোষণা দেয় অ্যামাজন। ফুড চলতি বছরের শেষ নাগাদ ফুড এবং ২০২৩ সালের আগস্টে অ্যামাজন একাডেমি অপারেশন নামে ই-লার্নিং প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যাবে।