পড়াশোনার পাশাপাশি শিক্ষারত অবস্থায় কর্মজীবনের প্রস্তুতি ও দেশের জি আই জিওগ্রাফিক্যাল ইনডিকেশন বা ভৌগলিক নির্দেশক পণ্যের বৃদ্ধিতে ইস্টার্ন ইউনিভার্সিটি ই-কমার্স ক্লাবে অনুষ্ঠিত হল “Spring Haunt & New Member Orientation” শীর্ষক ইভেন্ট। প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় ছিল ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়টির সেমিনার হলে আয়োজনটি সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির সম্মানিত উপাচার্য শহিদ আখতার হোসেইন এবং বিশেষ অতিথি ছিলেন ইডিসির ভাইস প্রেসিডেন্ট নিগার ফাতেমা। ক্লাবের কো-অরডিনেটর এবং ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক আবু মো: আব্দুল্লাহ প্রোগ্রামের উদ্ভোদনি ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য শহিদ আখতার হোসেইন বলেন, “সরকারি বেসরকারি পর্যায়ে জি আই পণ্য নিয়ে বিভিন্ন কার্যক্রম চলছে। যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশীয় পণ্যের উদ্যোক্তা এবং ছাত্রছাত্রীদের এমন আয়োজনের জন্য সাধুবাদ জানান।
ইডিসির প্রেসিডেন্ট নিগার ফাতেমা বলেন, “দেশীয় পন্যের সিলেবাস ও জি আই পন্য। দেশীয় পণ্যেরই-কমার্স ইন্ডাস্ট্রি আলাদা সেক্টর হিসেবে স্বীকৃতি না পেলেও এই ইন্ডাস্ট্রির মাধ্যমে আমাদের দেশে কর্মসংস্থান তৈরি হচ্ছে, দেশের অর্থনীতির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
শুধু যে উদ্যোক্তা তৈরি হচ্ছে তা কিন্তু নয়, চাকরির খাতও তৈরি হচ্ছে। দেশি পণ্যের সিলেবাসের মাধ্যমে এর প্রচার বৃদ্ধি পাবে, সমৃদ্ধ হবে দেশের মাটিতে তৈরি পণ্যগুলো জিওগ্রাফিক্যাল আডেন্টিফিকেশন (জি-আই) বা ভৌগলিক নির্দেশক হিসেবে দেশিয় অনেক পণ্যের নিবন্ধন পাওয়া উচিত”।
ক্লাবের সদস্য ছাড়াও ঢাকা এবং ঢাকার পার্শবর্তী জেলা থেকে এতে আরোও উপস্থিত ছিলেন ই-কমার্স উদ্যোক্তারা। যারা ছাত্রছাত্রিদের ক্যারিয়ারে উন্নতি এবং স্বনির্ভরতার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। উক্ত আয়োজনে ক্লাবের নবীন সদস্যদের ফুলের শুভেচ্ছা, র্যাফেল ড্র এবং হলুদ পোশাকের সাজে ঋতুরাজ বসন্তকে বরণের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা এবং প্রতিষ্ঠাতা সভাপতি মিফতাউল জান্নাতি সিনথিয়া।