নেটওয়ার্ক কাভারেজ উন্নত করতে স্পেসএক্স স্যাটেলাইট ব্যবহার করবে ওয়ান নিউজিল্যান্ড গ্রুপ লিমিটেড। নিউজিল্যান্ডের টেলিকমিউনিকেশন সংস্থাটি ইলোন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের সঙ্গে এ বিষয়ে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরের কথা জানিয়েছে।
চুক্তি অনুযায়ী, স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক ব্যবহারের মাধ্যমে ২০২৪ সালের মধ্যে দেশটিতে শতভাগ সেলফোন নেটওয়ার্ক কাভারেজ সুবিধা চালু করা হবে। বর্তমানে নিউজিল্যান্ডের জনবসতিপূর্ণ অঞ্চলের ৯৮ শতাংশ নেটওয়ার্ক কাভারেজ আছে ওয়ান নিউজিল্যান্ডের।