দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ, দ্য ডেইলি স্টারের সহযোগিতায় আয়োজন করেছে ‘ইনফ্লুয়েন্সার কানেক্ট’ প্রোগ্রামের প্রথম অধ্যায়। এই দিনব্যাপী আয়োজনে দেখা মেলে শত শত জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারের। রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশের নতুন ও উৎসাহী অনেক কনটেন্ট ক্রিয়েটর। আমিন হান্নান, রাফসান সাবাব, বুশরা কবির, থটস অফ শামস, রাকিন আবসার এবং আরজে জিব্রানের মতো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট ক্রিয়েশন এবং প্রমোশনের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন; যেমন কিভাবে উপস্থাপনা করে মানুষের মন জয় করা যায়, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ভিডিও এডিটিং, কন্টেন্ট অথেন্টিসিটি, বিভিন্ন ব্র্যান্ড ডিল পাওয়া ও প্রচার করা ইত্যাদি।
শুক্রবার ঢাকার তেজগাঁও লিঙ্ক রোডের আলোকি কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠান জুড়ে অংশগ্রহণকারীরা একে অপরের সাথে তাদের অভিজ্ঞতা এবং মূল্যবান পরামর্শ ভাগ করে নেন। কন্টেন্ট তৈরি বিষয়ক দক্ষতা বৃদ্ধি করে কিভাবে ডিজিটাল জগতে ইতিবাচক প্রভাব ফেলা যায় সেই বিষয়ে আলোচনা করেন তারা। এছাড়াও, নানা আয়োজনের পাশাপাশি জমকালো এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ঋতু রাজ ও তার দল ।
ফলোয়ার সংখ্যা নির্বিশেষে সকল কন্টেন্ট ক্রিয়েটরদের ডিজিটাল ল্যান্ডস্কেপে নিজেদের প্রতিষ্ঠা করতে এবং সফল ক্যারিয়ার গড়তে ‘ইনফ্লুয়েন্সার কানেক্ট’ প্লাটফর্মটি চালু করে দারাজ। এছাড়াও, দারাজ এফিলিয়েট প্রোগ্রাম ফ্রিল্যান্সারদের ঘরে বসেই পণ্য প্রচার ও বিক্রি করে উচ্চতর কমিশন অর্জনের সুযোগ দিয়ে আসছে । যার ফলে, উচ্চ মানের কন্টেন্ট তৈরি করে কিভাবে ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার গঠন করা যায় সেই সম্পর্কে জানাতেই আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। উচ্চমানের কন্টেন্ট তৈরির জন্য প্রয়োজনীয় টুল ও জ্ঞান প্রদান করার উদ্দেশ্যে যাত্রা শুরু করা এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে দারাজের সাথে কাজ করারও সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।