যাত্রা শুরু হলো অনলাইনে ওষুধ কেনার প্ল্যাটফর্ম www.medicinedipo.com’র। এখন ঘরে বসে অনলাইনে প্রয়োজনীয় ওষুধ অর্ডার করতে পারবেন। দ্রুত সময়ের মধ্যে তা পৌঁছে দেয়ার সুব্যবস্থাও রয়েছে।
এছাড়া রয়েছে ২৪ ঘণ্টাই অর্ডার নেয়া ও তা সরবরাহের ব্যবস্থা। থাকছে বিভিন্ন মেডিসিনের ওপর ডিসকাউন্টও। ওষুধ ছাড়াও মেডিকেল সংশ্লিষ্ট বিভিন্ন প্রোডাক্ট যেমন প্রেসার মাপা মেশিন, থার্মোমিটারসহ নানা জিনিসও মিলবে মেডিসিনডিপো’তে।
মেডিসিনডিপো সংশ্লিষ্টরা জানান, ঢাকা শহরের প্রতিটি জায়গায় দ্রুততম সময়ে ওষুধ পৌঁছাতে আমরা অঙ্গীকারাবদ্ধ। এছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে ১০টি আলাদা ডিপোর কাজও এগিয়ে চলছে। মেডিসিনডিপোতে ওষুধের গুনগত মান নিশ্চিতের বিষয়টি সবথেকে গুরুত্বের সাথে দেখা হয়। নির্দিষ্ট তাপমাত্রায় যে সব ওষুধ সংরক্ষণ করতে হয়, সেটিও নিশ্চিত করা হয়। দেশি ওষুধ ছাড়াও মেডিসিনডিপোতে মিলবে বিদেশি বিভিন্ন ওষুধও। স্বল্প সময়ের মধ্যে এবং সাশ্রয়ী মূল্যে তা পৌঁছে দেবে মেডিসিনডিপো।
মেডিসিনডিপোর অগ্রযাত্রা সম্পর্কে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর নিয়ামুল করিম টিপু বলেন, আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছাতে চাই। অনলাইনে মানুষ যাতে খুব সহজেই এবং স্বল্পমূল্যে ওষুধ কিনতে পারে, তা নিশ্চিত করতে চাই। আশা করি, সেবার মাধ্যমে আমরা সবার মন জয় করতে পারবো। দেশের পাশাপাশি মেডিসিনডিপোর মাধ্যমে বিদেশেও ওষুধ পাঠানোর প্রক্রিয়া চলছে। এরইমধ্যে কয়েকটা দেশের সাথে কথাও চূড়ান্ত পর্যায়ে।