লাইভে আসছেন দেশের বর্তমান সময়ের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল। আগামি ২৯ ডিসেম্বর রাত ৮ টায় তিনি লাইভে আসবেন ।
শনিবার (২৩ ডিসেম্বর) ইভ্যালির ভ্যারিফাইড ফেসবুক পেইজ থেকে এক স্ট্যাটাসে এ ঘোষণা দেওয়া হয় ।
ফেসবুকে পোস্ট করার পর থেকেই ইভ্যালির গ্রাহকরা কমেন্টে স্বাগত জানাতে থাকেন। তারা জানান, হয়তো নতুন কোনো সুখবর নিয়ে আসছেন রাসেল।
সাহেদ তুহিন নামে এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। নোমান খান নামে একজন লিখেছেন, প্রত্যাশা করছি ভালো কিছুর দিক নির্দেশনা আসবে।
মো. বেলাল হোসেন জোবায়ের লিখেছেন, ইভ্যালির প্রতিটি গ্রাহক এই দিনটার অপেক্ষায় ছিল। অবশেষে সবার আশা পূরণ হতে চলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাহক জানান, দীর্ঘদিন পর জেল থেকে ছাড়া পেয়েছেন রাসেল। জেল থেকে বের হয়েই তিনি ‘বিগ ব্যাং’ অফার নামে ইভ্যালির গ্রাহকের জন্য সাড়া জাগানো আয়োজন নিয়ে আসার ঘোষণা দিয়েছেন। ফেসবুক লাইভে হয়তো আরও বড় কোনো কিছুর ঘোষণা দেবেন।
শনিবার (২৩ ডিসেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে পোস্ট করেছেন রাসেল। ‘বিগ ব্যাং’ শিরোনামের পোস্টারের ক্যাপশনে লিখেছেন, কোনো সমস্যা বা দূরত্ব না থাকলে সম্পর্ক সবসময় মধুর হয়। গ্রাহকদের সেরা অফার দেওয়ার জন্য আমাদের সরবরাহকারীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। আর এই দূরত্বটা শুধু ইভ্যালির ‘বিগ ব্যাং’ অফারের মাধ্যমে কমানো যাবে।
তিনি আরও লিখেছেন, একসঙ্গে আমরা ইতিহাস গড়ব ইনশাআল্লাহ। (এটা হবে) বিজয়ের ইতিহাস, অসম্ভবকে সম্ভব করার ইতিহাস।
তার পোস্টে ১০ ঘণ্টায় প্রায় ৭ হাজার মানুষ ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। তবে বিগ ব্যাং অফারে কী থাকছে তা এখনি প্রকাশ করতে চাননি মো. রাসেল। তিনি জানান, ইতিমধ্যে কয়েকশ সেলার তাদের অফারের কথা জানিয়েছে। অনেকের সঙ্গে আলোচনাও হয়েছে। সবকিছু ঠিক হতে আরও সময় লাগবে। এ জন্য বিস্তারিত পরে জানানো হবে।