বাংলাদেশের অনলাইন মার্কেটে স্কিন কেয়ার পণ্য নিয়ে যাত্রা শুরু করেছে বিশেষায়িত ই-কমার্স প্ল্যাটফর্ম “বিউটিল্যাব”।
দেশ-বিদেশের জনপ্রিয় ব্র্যান্ডের ফেসওয়াশ, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, সিরামসহ নানান ধরনের প্রসাধনী পণ্য পাওয়া যাবে প্রতিষ্ঠানটি ওয়েবসাইট beautylabbd.com এবং Beauty Lab ফেসবুক পেজে ।
বিউটিল্যাবের সহ-প্রতিষ্ঠাতা ফজলুর রহমান রনি বলেন, আমাদের লক্ষ্য হল মানসম্পন্ন ও অরিজিনাল স্কিন কেয়ার পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া। নিরাপদ ও কার্যকর পণ্য নিশ্চিত করতে আমরা কেবলমাত্র বিশ্বস্ত ব্র্যান্ডের সাথে কাজ করছি।
গ্রাহকদের সুবিধার্থে বিউটিল্যাব দিচ্ছে কাস্টমার সাপোর্ট, এক্সপার্ট পরামর্শ, ও দ্রুত ডেলিভারি সেবা। এছাড়াও, নিয়মিত ডিসকাউন্ট ও বিশেষ অফারের মাধ্যমে স্কিন কেয়ার কেনাকাটাকে আরও আকর্ষণীয় করে তুলছে প্ল্যাটফর্মটি।
নতুন এই উদ্যোগ সৌন্দর্য সচেতন ব্যক্তিদের জন্য স্কিন কেয়ারের অভিজ্ঞতাকে সহজ ও আনন্দদায়ক করবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।