ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর ২০২৫-২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন হঠাৎ করেই স্থগিত করা হয়েছে। ভোট গ্রহণের ঠিক ১৭ দিন আগে এমন সিদ্ধান্তে প্রার্থী ও ভোটারদের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও ক্ষোভ।
বুধবার (১৩ মে) নির্বাচন বোর্ডের প্রধান তারফদার সোহেল রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “অনিবার্য কারণে এই নির্বাচন কার্যক্রম স্থগিত করা হলো।” তবে নির্বাচন বোর্ডের অপর সদস্য মো. রেজাউল করিম সরকারি কাজে বাইরে থাকায় বিজ্ঞপ্তিতে তাঁর স্বাক্ষর ছিল না, যা ভোটারদের মাঝে আরও সন্দেহের জন্ম দিয়েছে।
কবে হওয়ার কথা ছিল নির্বাচন?
নির্বাচনটি হওয়ার কথা ছিল ৩১ মে ২০২৫, যেখানে: ২৮৪২ জন সদস্যের মধ্যে ভোটার ছিলেন মাত্র ৫০২ জন । ১১টি পরিচালক পদের বিপরীতে ২টি প্যানেল ও স্বতন্ত্র মিলে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন