দেশের সর্ববৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ ১৬ই মে থেকে ৬ই জুন পর্যন্ত নানান রকম আকর্ষণীয় ডিল দিয়ে উদযাপন করছে দারাজ ঈদ শপিং ফেস্ট ২০১৯। দারাজ গত ৫ বছর ধরে বাংলাদেশে বিশ্বস্ততার সাথে ক্রেতাদের সেবা প্রদান করে যাচ্ছে। প্রতিটি ক্যাম্পেইনের মতো ঈদ ক্যাম্পেইন উপলক্ষ্যেও দারাজ ক্রেতাদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় সব অফার যার মাধ্যমে তারা স্মার্টফোন, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, ফ্যাশন আইটেম সহ নানা ধরনের আইটেম কিনতে পারছেন খুব সহজেই।
দারাজ ঈদ শপিং ফেস্ট ২০১৯ নিয়ে টেকজুমের সাথে কথা বলেছেন দারাজের হেড অফ মার্কেটিং-সৈয়দ আহমদ আবরার হাসনাইন । তিনি বলেন, ঝামেলামুক্ত কেনাকটার পাশাপাশি ক্রেতারা বিভিন্ন ধরণের ভাউচার এবং ব্যাংক ডিস্কাউন্টের মাধ্যমেও আকর্ষণীয় মূল্যে পণ্য ক্রয় করতে পারছেন যা তাঁদের মাঝে ব্যপক সাড়া ফেলেছে।
ঈদ শপিং এ অনলাইন কেনাকাটা গুরুত্ব পাচ্ছে ক্রেতাদের কাছে থেকে জানতে চাইলে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলিতে ই-কমার্স শপিং ট্রেন্ডের ইতিহাসে একটি নতুন যুগের সূচনা করেছে বাংলাদেশ। এটি উভয় ভোক্তাদের এবং ব্যবসায়িদের জন্য একটি বিশাল সুযোগ তৈরি করেছে। আমরা সবসময়ই দেখি ঈদের বাজার মানেই ভিড়-ভাট্টা, এর মাঝে খুব সহজেই ক্রেতাদের স্বস্তির ব্যবস্থা করছে অনলাইন শপিং।
দারাজ ঈদ শপিং ফেস্ট ২০১৯ বাংলাদেশের ই – কমার্সের জন্য কেমন ইতিবাচক প্রভাব রাখছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আজকাল সময় ও শক্তি বাঁচাতে সবচেয়ে সহজ উপায় হিসেবে ক্রেতাগণ অনলাইন শপিংকেই বেশি প্রাধান্য দিচ্ছে, সর্বোপরি, বলা চলে যে অনলাইন শপিং ডিজিটাল ব্যবস্থায় সুবিধা গ্রহনে মানুষকে আগ্রহী করে তুলছে এবং ডিজিটাল বাংলাদেশ গঠনেও কার্যকরী ভূমিকা রাখছে।
এইবারের ঈদে অনলাইন কেনাকাটা কেমন গ্রাহকদের কেমন সাড়া পাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, দারাজ গত ৫ বছর ধরে বাংলাদেশে বিশ্বস্ততার সাথে ক্রেতাদের সেবা প্রদান করে যাচ্ছে। ঈদ ক্যাম্পেইনের প্রথম সাত দিনেই গতবারের তুলনায় প্রায় পঞ্চাশগুন বেশি বিক্রয় হয়েছে এবং দশম দিনেই বিক্রয়ের পরিমাণ দুইশত গুণে পৌঁছে গেছে। ক্যাম্পেইন চলাকালীন সাধারণ দিনের তুলনায় প্রায় দশগুন বেশি পণ্য বিক্রিত হয়েছে।
কিধরনের অফার ছিলো এইবারের ঈদ শপিং ফেস্ট ২০১৯ এ জানতে চাইলে তিনি বলেন, প্রতিটি ক্যাম্পেইনের মতো ঈদ ক্যাম্পেইন উপলক্ষ্যেও দারাজ ক্রেতাদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় সব অফার যার মাধ্যমে তারা স্মার্টফোন, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, ফ্যাশন আইটেম সহ নানা ধরনের আইটেম কিনতে পারছেন খুব সহজেই। ঝামেলামুক্ত কেনাকটার পাশাপাশি ক্রেতারা বিভিন্ন ধরণের ভাউচার এবং ব্যাংক ডিস্কাউন্টের মাধ্যমেও আকর্ষণীয় মূল্যে পণ্য ক্রয় করতে পারছেন যা তাঁদের মাঝে ব্যপক সাড়া ফেলেছে। এ ছাড়াও এই ক্যাম্পেইনে থাকছে মজাদার গেমস যার মাধ্যমে সর্বোচ্চস্কোর করে ক্রেতারা জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। পাশাপাশি থাকছে বিভিন্ন পণ্যের উপর ফ্রি ডেলিভারি ও শেইক শেইকের অভিনব ফিচার উপভোগ করার সুযোগ ।
কোন পন্য বেশী বিক্রি হয়েছে জানতে চাইলে তিনি বলেন,ঈদ ক্যাম্পেইনের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ডগুলো ছিল শাওমি,ক্যারিয়ার,সনি,নেভিফোরস, টিপি লিঙ্ক,শেভার শপ ও ফগ। সবচেয়ে দ্রুত শেষ হয়ে যায় মোবাইল ক্যাটাগোরির বেস্ট ডিলে থাকা মোবাইল ফোনগুলো। সবচেয়ে বেশি বিক্রিত পণ্য গুলোর মধ্যে রয়েছে ছেলেদের ফ্যাশন আইটেম, মোবাইল ফোন এবং হোম এন্ড লিভিং পণ্য।
সর্বশেষে দারাজের পক্ষ থেকে তিনি সকল গ্রাহকদের জানাচ্ছি পবিত্র ঈদ-উল-ফিতর-এর শুভেচ্ছা। দারাজের সাথে যারা এতদিন দিন ধরে রয়েছেন তাঁদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ কারণ আপনাদের অবাধ ভালোবাসা ও সমর্থনের কারনেই আমাদের ঈদের ক্যাম্পেইনটি বিশাল সাফল্য লাভ করেছে। দারাজের সকল কর্মচারী, রাইডার ও সেলাররা এই প্রচারণায় অক্লান্তভাবে কাজ করেছে যাতে আমাদের পণ্যগুলি সময়মত পৌছে যেতে পারে। যারা ঈদের আগে তাদের পণ্য গ্রহণ করে নি তাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। আশা করছি ঈদের পরপরই আপনারা আপনাদের ডেলিভারি পেয়ে যাবেন। দারাজের সাথে কেনাকাটা করার জন্য আপনাকে ধন্যবাদ ।