‘প্রিমো এইচএইট’। প্রযুক্তিপণ্যের দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনের জনপ্রিয় একটি ফোরজি স্মার্টফোন। চলতি বছরের শুরুর দিকে ২ এবং ৩ জিবি র্যামের আলাদা দুটি সংস্করণে ফোনটি বাজারে আসে। ক্রেতা চাহিদার পরিপ্রেক্ষিতে এবার টার্বো এডিশনে প্রিমো এইচএইট নিয়ে এলো ওয়ালটন।
ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, টার্বো এডিশনে ফোনটির ২ এবং ৩ জিবি র্যামের উভয় সংস্করণেই ব্যবহার করা হয়েছে ১.৫ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর।
এতে ফোনটির কার্যক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। ফলে বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা পাওয়া যাবে।
তিনি আরও জানান, প্রসেসরের ক্ষমতা বাড়ানো হলেও ফোনটির দাম বাড়েনি। বরং ২ জিবি র্যাম সংস্করণটি আগের চেয়ে আরো কম মূল্যে পাচ্ছেন ক্রেতারা। টার্বো এডিশনে প্রিমো এইচএইটের ৩ জিবি র্যামের ফোনটি পাওয়া যাচ্ছে সাত হাজার ৯৯৯ টাকায়। আর ২ জিবি র্যামে এটি মিলছে ছয় হাজার ৮৯৯ টাকায়।
ওয়ালটন সূত্রে জানা গেছে, এই ফোনে ব্যবহৃত হয়েছে আইপিএস প্রযুক্তির ১৮:৯ রেশিওর ফুল-ভিউ ডিসপ্লে। ৫.৪৫ ইঞ্চির এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৪৪০ বাই ৭২০ পিক্সেল। ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন সুবিধাযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে ধুলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাসও।
‘প্রিমো এইচএইট’ অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমে পরিচালিত। উভয় ভার্সনে রয়েছে পাওয়ার ভিআর জিই৮১০০ গ্রাফিক্স। অভ্যন্তরীণ মেমোরি ১৬ গিগাবাইটের। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ৮ মেগাপিক্সেল সনি ক্যামেরা, যাতে ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ওমনিভিশন ক্যামেরা। ক্যামেরায় নরমাল মোড ছাড়াও রয়েছে প্রো মোড, ফেস বিউটি, ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, সেলফ টাইমার, অটো-ফোকাস, টাচ-ফোকাস, এইচডিআর, প্যানোরমা, সিন মোড, ফিংগার ক্যাপচারসহ অসংখ্য আকর্ষণীয় ফিচার।
পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩২০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। মিডনাইট ব্লু, রোজ গোল্ড এবং টোয়াইলাইট ব্লু এই তিনটি রঙে হ্যান্ডসেটটি বাজারে ছাড়া হয়েছে।