অনলাইনে সবচেয়ে বেশি সার্চ করা সেটগুলো তালিক সবার শীর্ষে রয়েছে শাওমি । শাওমির পর অনলাইনে সবচেয়ে বেশি সার্চ করা সেটগুলো হলো স্যামসাং এবং আইফোন। অনলাইন প্লাটফর্ম ‘বিক্রয়’ (Bikroy) ২০১৯ সালের ইউজার ডাটার ভিত্তিতে বাংলাদেশের মোবাইল মার্কেটে তৈরি হওয়া ট্রেন্ডগুলো বিশ্লেষণ করে তৈরি করেছে এক প্রতিবেদন।
বর্তমানে দেশের মোবাইল ফোনের মার্কেটে বেশ জনপ্রিয় একটি নাম হয়ে উঠেছে শাওমি। এই স্মার্টফোনগুলোতে থাকছে বিভিন্ন রকম মডেল, আকর্ষণীয় ক্যামেরার অপশন, স্টাইলিশ ও নজরকাড়া বডি, আর মোটামুটি ভালো ধাঁচের গেমিং সফটওয়্যার। এরপরেই আসে নকিয়া, হুয়াওয়ে, ভিভো এবং অপোর নাম।
বিক্রয়-এর সাইটে সবচেয়ে বেশি কেনাবেচা হওয়া মোবাইল ফোনগুলোর তালিকায় এখন রাজত্ব করছে স্যামসাং, তার পরপরই রয়েছে সিম্ফনি, শাওমি, অ্যাপল এবং নকিয়া। অন্যদিকে অ্যাপল আর নকিয়ার গ্রাহক সংখ্যা কিছু নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকার কারণে তারা কিছুটা পিছিয়ে পড়েছে। তবে এই বছরে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোনগুলো ঘোষণা হওয়ার পর আশা করা যাচ্ছে যে মার্কেটে তাদের অবস্থান আরও শক্তিশালী হয়ে উঠবে।