বাংলাদেশের বাজারে নতুন সিরিজের ল্যাপটপ উন্মোচন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড এসার। এর মধ্যে একটি ল্যাপটপ স্মার্টফোনের চেয়েও পাতলা। মডেল সুইফট সেভেন।
এসারের নতুন আল্ট্রা-স্লিম ল্যাপটপ সুইফট সেভেন অবিশ্বাস্য রকমের পাতলা ও হালকা ওজনের ল্যাপটপ এবং পাশাপাশি মজবুত।
ল্যাপটপটির স্ক্রিনের চারপাশ জিরো-ফ্রেম ডিসপ্লে সুবিধার হওয়ার ফুল-স্ক্রিন ডিসপ্লে উপভোগ করা যাবে। ডিসপ্লেতে মাত্র ২.৫৭ মিলিমিটার পাতলা ব্যাজেল থাকায় এর স্ক্রিন টু বডি রেশিও ৯২ শতাংশ। ল্যাপটপটির ওজন মাত্রা ৮৯০ গ্রাম।
হাতে নিলে মনেই হবে না যে, ল্যাপটপ বহন করা লাগছে। উচ্চতর পোর্টেবিলিটি নিশ্চিতে এটি ম্যাগনেসিয়াম-লিথিয়াম এবং ম্যাগনিসিয়াম-অ্যালুমিনিয়াম অ্যালোয়ে তৈরি করা হয়েছে। এই উপাদানে তৈরি হওয়ায় সুইফট ৭ ল্যাপটপ সাধারণ অ্যালুমিনিয়ামের একই পুরুত্বের ল্যাপটপের তুলনায় ২ থেকে ৪ গুণ বেশি শক্তিশালী।
এমনকি তুলনামূলক ২০ থেকে ৩৫ শতাংশ পাতলা হওয়ায় ওজন ১ কেজির কম। উপরন্তু, ল্যাপটপের পৃষ্ঠ সিরামিকের মতো দেখাতে এসার এতে মাইক্রো-এআরসি অক্সিডেশন ফিনিশ দিয়েছে।