পুরানো আইফোন বদলে নতুন আইফোন নেওয়া গ্রাহকদের সংখ্যা দিন দিন কমছে। আইফোনের বদলে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের দিকে ঝুঁকছেন গ্রাহক। অ্যাপলের চেয়ে কম খরচে নানা ফিচারের ডিভাইস বাজারে থাকায় অনেকেই অ্যাপল পণ্যের ব্যবহার ছেড়ে দিচ্ছেন। সাম্প্রতিক এক সমীক্ষার ফল তা–ই বলছে। ইলেকট্রনিক পণ্য তুলনাকারী প্রতিষ্ঠান ব্যাংকমাইসেল ৩৮ হাজার মানুষের মধ্যে গত বছরের অক্টোবর থেকে ওই সমীক্ষা চালায়।
সমীক্ষায় দেখা গেছে, ২০১৮ সালের মার্চ মাসের তুলনায় অক্টোবর পর্যন্ত আইফোন ব্যবহার ধরে রাখার হার ১৫ দশমিক ২ শতাংশ কমেছে। ২৬ শতাংশ নতুন কোনো ব্র্যান্ডের দিকে যাওয়ার কথা বলেছে। ৭ দশমিক ৭ শতাংশ গ্যালাক্সি এস৯ ব্যবহারকারী আইফোন ব্যবহারের পরিকল্পনার কথা বলেছে।
প্রযুক্তি সাইট সিনেটের প্রতিবেদনে বলা হয়, জুন মাসে আইফোন বিক্রি করে স্যামসাং ডিভাইস কিনেছেন এমন গ্রাহকের সংখ্যা ১৮.১ শতাংশ। জরিপ শুরুর পর থেকেই এটিই সর্বোচ্চ সংখ্যা।