ঈদ মানেই তো আনন্দ। নতুন একটা স্মার্টফোন এ আনন্দ আরও বাড়িয়ে দিতে পারে। ঈদের সময় ছবি তোলা, গান শোনার মতো কাজে অনেকেই স্মার্টফোন কেনাকাটার তালিকায় রাখেন।
তরুণ প্রজন্মের মধ্যে টাকা জমিয়ে ঈদের সময় স্মার্টফোন কিনতে দেখা যায়। ক্রেতাদের এ সময় আকৃষ্ট করতে মূল্যছাড় ছাড়াও নানা অফার দেন স্মার্টফোন বিক্রেতারা। এ ছাড়া ঈদ সামনে রেখে নতুন নতুন মডেলের ফোন বাজারে ছাড়তেও দেখা যায়। এবারের ঈদও এর ব্যক্তিক্রম নয়।
এরই মধ্যে ঈদ সামনে রেখে অনেকেই পোশাকের পাশাপাশি স্মার্টফোন কিনতে শুরু করেছেন। কয়েক দিন আগে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেষ হওয়া স্মার্টফোন মেলার রেশ এখনো বাজারে রয়ে গেছে। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, ভালো ক্যামেরাযুক্ত নতুন স্মার্টফোনে ক্রেতাদের আগ্রহ বেশি। বিক্রয়কর্মীরা ডেকে ডেকে ক্রেতাদের ফোনের বৈশিষ্ট্য জানিয়ে দিচ্ছেন। একজন বিক্রয়কর্মী জানালেন, ফোনের বিভিন্ন সুবিধার কথা ক্রেতাদের বললে তাঁরা আকৃষ্ট হয়ে ফোন কিনছেন। বাজারে এখন নানা ব্র্যান্ডের নতুন স্মার্টফোন পাওয়া যাচ্ছে। এসব ব্র্যান্ডের ভিড়ে বাজেট অনুযায়ী সেরা স্মার্টফোন বেছে নিচ্ছেন ক্রেতারা। ঈদের বাজারে থাকা বিভিন্ন ব্র্যান্ডের ফোনের খোঁজ জানা যাক।
স্যামসাং
স্যামসাং বাংলাদেশের মোবাইল ফোন বিভাগের প্রধান মো. মূয়ীদুর রহমান বলেন, ঈদের পাশাপাশি স্যামসাং মোবাইল ফোন বাংলাদেশের ১০ বছর পূর্তিতে নতুন স্যামসাং স্মার্টফোন বাজারে আনা হয়েছে। ঈদে আসা দুটি মডেল হচ্ছে গ্যালাক্সি এম সিরিজের নতুন গ্যালাক্সি এম৪০ ও গ্যালাক্সি এ৮০। এ ছাড়া গ্যালাক্সি নোট ১০ দেশের বাজারে আনতে যাচ্ছে স্যামসাং। গ্যালাক্সি এ৮০ ডিভাইসটিতে মোটরাইজড মেকানিজম সিস্টেমের রোটেটিং ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে স্যামসাং। এতে আছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর ও থ্রিডি ডেপথ সেন্সর। ডিভাইসটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০ প্রসেসর, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম। এর দাম ৭৭ হাজার ৪৯০ টাকা। সম্প্রতি বাজারে আসা গ্যালাক্সি এম৪০-এর দাম ৩০ হাজার ৯৯০ টাকা। এতে স্ন্যাপড্রাগন ৬৭৫ অক্টাকোর প্রসেসর, ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রম রয়েছে। এর ব্যাটারি ৩৫০০ মিলি অ্যাম্পিয়ারের।
সিম্ফনি
ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন দোকান থেকে যাঁরা কম বাজেটে ভালো মানের স্মার্টফোন কিনছেন, তাঁদের জন্য সিম্ফনি বেশ কয়েকটি মডেলের স্মার্টফোন এনেছে। নতুন বাজারে আসা আই৯৭ নামের স্মার্টফোনটি এবারের ঈদের আগে বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি। ৭ হাজার ৪৯০ টাকা দামের ফোনটিতে ৫.৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ২ জিবি র্যাম, ১৩ ও ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৩২০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। সিম্ফনির রিটেইল ডেভেলপমেন্ট বিভাগের ডিজিএম মোহাম্মদ রিয়াদ বলেন, এআই সিন রিকগনিশন সুবিধাযুক্ত ক্যামেরা সুবিধা রয়েছে আই৯৭ স্মার্টফোনটিতে। ফোরজি-সমর্থিত স্মার্টফোনটি এবারের ঈদে ভালো সাড়া ফেলবে বলে আশাবাদী তাঁরা। এতে ১.৬ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর, মাল্টিফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক সুবিধা যুক্ত থাকছে। এ ধরনের স্মার্টফোন সাধারণত গ্রাহকের নানা রকম সুবিধার কথা ভেবেই তৈরি করা হয়। ঈদের সময় যাঁরা স্বল্প বাজেটে ভালো মানের ফোন কিনতে চান, তাঁদের জন্য আই৯৭। এই মডেল ছাড়াও এবারের ঈদে আই১৮, আই৭২ মডেলে সাড়া পাচ্ছেন বেশি। এ ছাড়া আগের মডেল হিসেবে আই৯৫ ও আই৬৫ মডেলের ফোনেও সাড়া পাচ্ছেন তাঁরা।
ওয়ালটন
ঈদের বাজারে ওয়ালটনের নতুন স্মার্টফোন হিসেবে এসেছে প্রিমো এস সেভেন, প্রিমো এইচএইট টার্বো ও প্রিমো এনএফফোর মডেলের স্মার্টফোন। ওয়ালটনের তৈরি প্রথম নচ ডিসপ্লে এবং তিন ক্যামেরার স্মার্টফোন প্রিমো এস সেভেন। ব্লু এবং সি গ্রিন রঙের আকর্ষণীয় ডিজাইনের ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৬.২৬ ইঞ্চির নচ ডিসপ্লে। এতে রয়েছে এআইসমৃদ্ধ ১২, ১৩ এবং ২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, পিডিএএফ প্রযুক্তির ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২.০ গিগাহার্টজ গতির অক্টাকোর প্রসেসর, ৩ জিবি ডিডিআর৪ র্যাম, পাওয়ার ভিআর জিই৮৩২০ গ্রাফিক্স, ৩২ জিবি স্টোরেজ, ২৫৬ জিবি এসডি কার্ড সাপোর্ট, ৩৯০০ এমএইচ ব্যাটারি, ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট, অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম ইত্যাদি। দাম ১৫ হাজার ৯৯৯ টাকা। সাশ্রয়ী দামের ডুয়াল সিমের ফোরজি স্মার্টফোন ওয়ালটনের প্রিমো এইচএইট টার্বো। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমে পরিচালিত ৫.৪৫ ইঞ্চির ফুল-ভিউ ডিসপ্লের ফোনটিতে রয়েছে ১.৫ গিগাহার্টজ গতির কোয়াডকোর ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি, পেছনে এলইডি ফ্ল্যাশযুক্ত ৮ মেগাপিক্সেল সনি ক্যামেরা, সামনে ৮ মেগাপিক্সেল ওমনিভিশন সেলফি ক্যামেরা, ৩২০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। ৩ জিবি র্যাম সংস্করণে ফোনটির দাম ৭ হাজার ৯৯৯ টাকা। ২ জিবি র্যামে এটি মিলছে মাত্র ৬ হাজার ৮৯৯ টাকা। প্রিমো এনএফফোর বড় পর্দার ফোরজি ফোন। ৮.৩ মিমি পাতলা ফোনটির দাম মাত্র ৬ হাজার ৪৯৯ টাকা। ফোনটির বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ৫.৯৯ ইঞ্চি ফুল-ভিউ আইপিএস ডিসপ্লে, ১.২৮ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, ৮ গিগাবাইট স্টোরেজ।
টেকনো
এবারের ঈদে টেকনোর চমক হচ্ছে ক্যামন আই স্কাই ৩ মডেলের স্মার্টফোনটি। টেকনো ক্যামন আই স্কাই স্মার্টফোন প্রথম বাজারে আসে মার্চে। ফোনটিতে রয়েছে ৬.২ ইঞ্চি নচ ডিসপ্লে, ২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর। ২ জিবি র্যামের ফোনটি অ্যানড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে চলে। এর ব্যাটারি ৩৫০০ মিলি অ্যাম্পিয়ারের। টেকনো ক্যামন আই স্কাই স্মার্টফোনে আছে ১৩ মেগাপিক্সেল ১.৮ অ্যাপারচার ও২ মেগাপিক্সেল এআই ডুয়েল রিয়ার ব্রাইট ক্যামেরা। এতে আরও রয়েছে ৮ মেগাপিক্সেল এআই বোকে সেলফি ক্যামেরা। ডুয়েল সিমের স্মার্টফোনটির দাম ৯ হাজার ৯৯৯ টাকা। এর বাইরে ক্যামন আই ৪ গ্রাহকের পছন্দ হতে পারে। শিগগিরই বাজারে স্পার্ক গো ও স্পার্ক ৪ মডেলের ফোন ছাড়বে টেকনো।
মটরোলা
এবারের ঈদে মটরোলার বেশ কয়েকটি মডেলের ফোন বিক্রি হচ্ছে। এর মধ্যে রয়েছে মটো ই৪ প্লাস, ই৫, ই৫প্লাস, জি৭ পাওয়ার প্রভৃতি। মটরোলা ‘জি-৭ পাওয়ার’ মডেলের স্মার্টফোনটির ব্যাটারি ৫০০০ হাজার মিলি অ্যাম্পিয়ার এবং ১৫ ওয়াটের টার্বো চার্জিং সুবিধার ফলে ১৫ মিনিট চার্জে ৯ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। মটরোলা জি-৭ পাওয়ারের দাম ১৯ হাজার ৯৯০ টাকা। এবারের ঈদে বিশেষ ছাড়ে অনলাইন কয়েকটি প্ল্যাটফর্মে মটরোলা স্মার্টফোন বিক্রি হচ্ছে।
উইমিডিজি
ঈদের বাজারে রয়েছে ইউমিডিজি এথ্রি এবং ইউমিডিজি ওয়ান প্রো মডেলটি। সাড়ে ৫ ইঞ্চি মাপের ইউমিডিজি এথ্রি ২জিবি ১৬জিবি মডেলটির পেছনে ১২ ও ৫ মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এর দাম ৭ হাজার ৯৯৯ টাকা। ৫.৯ ইঞ্চি মাপের ইউমিডিজি ওয়ান প্রোর দাম ১৯ হাজার ৯৯৯ টাকা। ইউমিডিজি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম ওবায়দুল্লাহ বলেন, নতুন প্রযুক্তির প্রতি তরুণের বরাবর আগ্রহ থাকে। তাঁদের কথা বিবেচনা করে ফোনগুলো আনা এবং ঈদে অফার চলছে।
আইফোন
বাংলাদেশে এখন আইফোন ব্যবহারকারী বাড়ছে। বসুন্ধরা সিটির সেলঅন নামের দোকানের মালিক এস এম মিজানুর রহমান বলেন, ঈদের সময় স্মার্টফোন বিক্রি বাড়লেও আইফোন বিক্রি ততটা বাড়েনি। তবে আইফোন এক্সএস ম্যাক্স ও আইফোন এক্স মডেলের প্রতি ক্রেতাদের আগ্রহ রয়েছে। বাজারে ৬৪ জিবি এক্সএস মডেলের দাম ৯৩ হাজার টাকা আর এক্স মডেলের দাম ৬৯ হাজার টাকা।
হুয়াওয়ে
এবারের ঈদে স্মার্টফোনে ভালো সাড়া পাচ্ছে হুয়াওয়ে। হুয়াওয়ের মিডরেঞ্জ ও হাই এন্ডের ফোনে ক্রেতাদের আগ্রহ বেশি। বেশ কিছুদিন আগে বাজারে এলেও ২০-৩০ হাজার টাকার সীমার মধ্যে নোভা থ্রি আই মডেলের ফোনে ক্রেতাদের আগ্রহ বেশি। ফোনটিতে চার ক্যামেরা ব্যবহার করেছে তারা। ফোনের পেছনে ২৪ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা আর সেলফির জন্য আছে ১৬ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা। নোভা থ্রি আই মডেলের এই ফোনে ৪ জিবি র্যাম, হুয়াওয়ের নিজস্ব প্রসেসর কিরিন ৭১০ ব্যবহৃত হয়েছে। নোভা থ্রিআই ফোনটিতে আছে ৬.৩ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। অ্যান্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেমচালিত ফোনটিতে হুয়াওয়ের নিজস্ব ইউজার ইন্টারফেস ইএমইউ ৮.২ ব্যবহার করা হয়েছে। ৪ জিবি র্যামের ফোনে ১২৮ জিবি রম রয়েছে। ফোনটিতে ৩ হাজার ৩৪০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ফোনটির দাম ২২ হাজার ৯৯৯ টাকা। এর বাইরে এবারের ঈদে হুয়াওয়ে পি৩০ লাইট ও পি৩০ মডেলের ফোন বিক্রি হচ্ছে বেশি।
শাওমি
ঈদে শাওমির কয়েকটি মডেল বাজারে ভালো সাড়া ফেলেছে। এর মধ্যে রয়েছে নোট ৭ প্রো। নোট ৭ প্রো কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ ও সনির ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত। রেডমি নোট ৭ প্রোর দাম ২১ হাজার ৯৯৯ টাকা। এর বাইরে শাওমি রেডমি ওয়াই ৩, নোট ৭ ও রেডমি গো ফোন বাজারে রয়েছে। এ ছাড়া ঈদের আগে ১১ হাজার ৪৯৯ টাকা দামের রেডমি ৭এ মডেলের ফোন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।
নকিয়া
এবারে ঈদের বাজার লক্ষ্য করেই সম্প্রতি নকিয়া ব্র্যান্ডের ৩.২ ও ২.২ মডেলের দুটি স্মার্টফোন আনার ঘোষণা দেয় এইচএমডি গ্লোবাল। নকিয়া ৩.২ মডেলের ফোনটি ৬.২৬ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত। অ্যান্ড্রয়েড ৯ পাই-চালিত স্মার্টফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৯ প্রসেসর, ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ। এর দাম ১৩ হাজার ৪৯৯ টাকা। নকিয়া ২.২ স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড কিউ রেডি অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়েছে। এতে কোয়াডকোর মিডিয়াটেক এ২২ চিপসেট ব্যবহার করা হয়েছে। নকিয়া ২.২-এর ২ জিবি র্যাম ও ১৬ জিবি স্টোরেজ সংস্করণটির দাম ১০ হাজার ৯৯৯ টাকা ও ৩ জিবি র্যাম ও ৩২ জিবি সংস্করণটির দাম হবে ১২ হাজার ৯৯৯ টাকা।
অপো ও ভিভো
এবারের ঈদের বাজারে অপোর এফ১১ প্রো ও রেনো সিরিজের স্মার্টফোনে গ্রাহকের আগ্রহ বেশি। অপো এফ১১ প্রোর দাম ৩৬ হাজার ৯৯০ টাকা। দেশে ফ্ল্যাগশিপ ফোন হিসেবে অপো রেনো ও অপো রেনো ১০ এক্স জুমের দাম নির্ধারণ করা হয়েছে ৪৯ হাজার ৯৯০ ও ৭৯ হাজার ৯৯০ টাকা।ভি১৫ ও ভি১৫ প্রো মডেলের দুটি ফোনে বেশি সাড়া পাচ্ছে চীনা মোবাইল ফোন ব্র্যান্ড ভিভো। ফোন দুটির দাম যথাক্রমে ২৯ হাজার ৯৯০ টাকা ও ৩৯ হাজার ৯৯০ টাকা।