দেশের বাজারে নতুন ফিচার ফোন নিয়ে এলো নোকিয়া । নোকিয়া ফিচার ফোন পরিবারের একটি নতুন সংযোজন হলো নোকিয়া ১১০। আপনার চলার পথে বিনোদন দেওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে এই ফোনে ।
বুধবার বাংলাদেশের বাজারে নোকিয়া ব্র্যান্ডের সাতটি নতুন হ্যান্ডসেট উন্মেচনের ঘোষণা দিয়েছে। এইচএমডি গ্লোবালের প্যান এশিয়া হেড রাভি কুনওয়ার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
ইচএমডি গ্লোবালের প্যান এশিয়া হেড রাভি কুনওয়ার বলেন, নোকিয়া তাদের ফিচার ফোনের সংখ্যাও বাড়িয়েছে। নোকিয়ার সর্বাধিক জনপ্রিয় সব ফিচারসহ চতুর্থ প্রজন্মের নতুন ফিচার ফোন হলো নোকিয়া ১০৫। পুরনো নোকিয়া ফোনে সকল ফিচারের সাথে নতুন নোকিয়া-১০৫ ব্যবহারকারীকে দিবে এক চার্জে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কথা বলার সুযোগ।
আপনার মিউজিক সংগ্রহের জন্য একটি এমপি-থ্রি প্লেয়ার, ক্যামেরা এবং এফএম রেডিও বিল্ট-ইন করে দেওয়া আছে। নোকিয়া ১১০ তে ক্লাসিক স্নেকের মতো পছন্দসই গেম এবং এমন একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা আপনাকে এক চার্জে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কথা বলার সুযোগ দিবে। নোকিয়া ১১০ ফিচার ফোনটি নোকিয়া ১০৫ মডেল ফোনটির মতো করেই তৈরি করা হয়েছে যাতে খুব কম মূল্যে আরও বেশি বিনোদন দেওয়ার জন্য একটি ক্যামেরা, মিউজিক এবং গেমস যুক্ত করা হয়েছে ।
নোকিয়া ১১০ ফিচার ফোনটি দেশের বাজারে পাওয়া যাবে ২,০৯৯ টাকায়।