বর্তমান বিশ্বের ক্যামেরা র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা হুয়াওয়ে মেট ৩০ সিরিজের ফোনটি মাত্র ৩০ মিনিটে ১০ লক্ষ ইউনিট বিক্রি হয়েছিল। যা টাকার পরিমাণ এক মিনিটে ৭০ মিলিয়ন ছাড়িয়েছে ।
গত ২৬ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে চীনে মেট ৩০ ও মেট ৩০ প্রো বিক্রি শুরু হয়। প্রতিষ্ঠানটির মতে, বাজারে ছাড়ার তিন ঘণ্টার মধ্যে ১০ লাখ স্মার্টফোন বিক্রি হয়। প্রথম দিনেই হুয়াওয়ে মেট ৩০ প্রো সবকয়টি হ্যান্ডসেট বিক্রি শেষ হয়ে যায়। তবে মেট ৩০ এখনো কিছুসংখ্যক স্মার্টফোন আছে।
স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে হুয়াওয়ের কনজ্যুমার বিজনেস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিচার্ড ইউ তিনি বলেন, হুয়াওয়ে মেট ৩০ সিরিজ বর্তমানে স্বল্প সরবরাহে রয়েছে বাজারে তবে এর প্রি-বিক্রয় ভলিউম পি ৩০ সিরিজের ছয়গুণ বেশি।
এ সিরিজে গুগলের প্লে সার্ভিসসহ গুগলের কোনো সেবা না থাকায় এটি ছিল হুয়াওয়ের জন্য একটি বড় পরীক্ষা। সেই পরীক্ষা আগে নিজ দেশেই দিল প্রতিষ্ঠানটি, প্রায় ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ায় তাতে উত্তীর্ণও হয়েছে।
বর্তমানে হুয়াওয়ের আয়ের অর্ধেক আসে চীনের বাজার থেকে। গত ১৮ মাসে চীনে হুয়াওয়ের মার্কেট শেয়ার বেড়েছে ২৫ শতাংশ থেকে ৪০ শতাংশ।
মেট ৩০ স্মার্টফোন বিক্রি হয় তিন হাজার ৯৯৯ ইউয়ানে (৫৬১ ডলার) যা, মিউনিখে অনুষ্ঠিত উন্মোচন অনুষ্ঠানে ঘোষিত ৮৭৪ ডলারের চেয়ে ৩৫ শতাংশ কম। হুয়াওয়ের সিইও রিচার্ড উ নিজেই মূল্যছাড়ের ঘোষণা দেন।