দেশের বাজারে নতুন ফ্ল্যাগশিপ ফিচার ফোন নিয়ে এলো নোকিয়া । নোকিয়া ৮০০ টাফ শুধুমাত্র পানি ও ধূলা নিরোধী নয়, সেইসাথে হাত থেকে পড়ে যাওয়া থেকে রক্ষা করা, চরম তাপমাত্রা সহ্য করার সক্ষমতা দিয়ে ডিজাইন করা হয়েছে, যাতে এটিকে দুঃসাহসিক ভ্রমণের আদর্শ সঙ্গী হিসাবে যে কেউ নিতে পারেন।
আজ বুধবার বাংলাদেশের বাজারে নোকিয়া ব্র্যান্ডের সাতটি নতুন হ্যান্ডসেট উন্মেচনের ঘোষণা দিয়েছে। এইচএমডি গ্লোবালের প্যান এশিয়া হেড রাভি কুনওয়ার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
বাজারের শীর্ষস্থানীয় ফিচার ফোন পোর্টফোলিওতে যোগ হতে যাওয়া নোকিয়া ৮০০ টাফ হলো এইচএমডি গ্লোবাল-এর প্রথম শক্তিশালী ফিচার ফোন। যা বিশ্বজুড়ে ব্যবহারকারীদের স্থায়িত্ব ও ব্যাটারি লাইফের দিক থেকে একটি নতুন স্তরে নিয়ে যাবে।
নোকিয়া ৮০০ টাফ নাম শুনেই এর বৈশিষ্ট্য সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। ইংরেজি টাফ শব্দের অর্থ শক্ত, শক্তিশালী, সহজে ভাঙা যায় না এমন ইত্যাদি। অর্থাৎ নোকিয়ার এই ফোন ব্যবহারে হাত থেকে পড়ে নষ্ট হয়ে যাওয়া, ধুলো-বালি এবং পানির সংস্পর্শে গেলেও কোনো ক্ষতির সম্ভাবনা নেই।
নোকিয়া এই ডিভাইসটি ১.৮ মিটার উচ্চতা থেকে মাটিতে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। ফোনটিকে পানি নিরোধক নিরাপত্তায় আইপি৬৮ ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ রেটিং দেওয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত আর্দ্র এবং উষ্ণ তাপমাত্রায় ফোনটি সচল থাকবে।
এতে ২.৪ ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে এবং ভেতরে স্ন্যাপড্রাগন ২০৫ প্রসেসর রয়েছে। আর ২ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে থাকছে একটি ব্রাইট ফ্ল্যাশলাইট সুবিধা। এছাড়া ৫১২ জিবি র্যাম এবং ৪জিবি বিল্ট ইন স্টোরেজ রয়েছে।
ফোনটিতে ২,১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা ৪০ দিন স্ট্যান্ডবাই এবং টানা ৯ ঘণ্টা ৪জি নেটওয়ার্কে কথা বলা যাবে। এছাড়া জিপিএস, ব্লুটুথ, ওয়াইফাই এবং গুগল ভয়েজ অ্যাসিস্টেন্ট সুবিধা রয়েছে।
নোকিয়া ৮০০ ফিচার ফোনটি দেশের বাজারে পাওয়া যাবে ১০২৫০ টাকায়।