এই সময়ের স্মার্টফোন মানেই হচ্ছে ছবি তোলার বাহারি আয়োজন। কোম্পানিগুলো ছবি তোলার জন্য নানা ধরনের আকর্ষনীয় সব ফিচার ও প্রযুক্তি যুক্ত করছে। থাকছে দুই বা ততোধিক ক্যামেরাও।
এর মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ট্রিপল ক্যামেরার স্মার্টফোন। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে উঠে এসেছে ট্রিপল ক্যামেরার সেরা পাঁচটি স্মার্টফোন।
১. রেডমি নোট ৮
বাজারে নতুন লঞ্চ হওয়া রেডমির নতুন ফোন এটি। এতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের এআইযুক্ত ক্যামেরা। এছাড়াও রয়েছে ৪ হাজার এমএএই ব্যাটারি। ৬.৩ ইঞ্চির এই স্মার্টফোনে আছে ৪জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ।
২.অনার ২০আই
২৪ মেগাপিক্সেলের এই স্মার্টফোনে আরও দুটি ক্যামেরা রয়েছে, যথাক্রমে ৮ ও ২ মেগাপিক্সেল। ৬.২১ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের স্মার্টফোনে রয়েছে ৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ। এর ব্যাটারি ক্ষমতা ৩৪০০ এমএএইচ।
৩.স্যামসাং গ্যালাক্সি এম৩০ এস
৬.৪ ইঞ্চির এই ফোনে রয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। ফোনটির ব্যাটারি ক্ষমতা ৬ হাজার এমএআইচ। এতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা। রয়েছে ৮ ও ৫ মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা।
৪.ভিভো ইউ১০
১৩+৮+২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে ফোনটিতে। ৬.৩৫ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটিতে রয়েছে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ। স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এটির ব্যাটারি ক্ষমতা ৫ হাজার এমএএইচ।
৫.নোট ৮ প্রো
গেমিংয়েরর জন্য দারুণ একটি স্মার্টফোন এটি। এতে রয়েছে হেলিও জি৯০টি প্রসেসর। যাতে রয়েছে গেম-টার্বো এবং লিক্যুইড কুলিং টেকনলজি। ফোনটিতে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ডিসপ্লে এবং ২.৫ ডি কার্ভের গ্লাস। আছে অ্যালেক্সা ফিচারও। ৬জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের এই ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা। আছে ৮ ও ২ মেগাপিক্সেলের আরও দুইটি ক্যামেরা।