নয়েজ-ক্যান্সেলিং প্রযুক্তির সমন্বয়ে তৈরি লজিটেক ব্যান্ডের এইচ৬৫০ই মডেলের হেডসেট বাজারে নিয়ে এসেছে দেশের স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। হেডফোনটি সিএসআর, কর্পোরেট কাস্টমার সার্ভিস কিংবা ব্যবসায়িক কনভারসেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও নিত্য দিনের সঙ্গী হিসেবে এটি ভীষণ স্মার্ট ও স্টাইলিশ।
হেডসেটটিতে রয়েছে উন্নতমানের একোস্টিক ইকো ক্যান্সেলেশন, এছাড়া ডায়নামিক ইকুয়ালাইজার থাকায় খুব সহজে মিউজিক ও ভয়েস পরিবর্তন করা যাবে। ভিজ্যুয়াল এলার্টের জন্য রয়েছে এলইডি ইনডিকেটর, দ্বি-মুখী ইসিএম, টেক্সটাইল ও ইন্টিউটিভ কন্ট্রোলার ফাংশন, গ্রেইড প্রো কোয়ালিটির অডিও এবং টাঙ্গেল ফ্রি হওয়ায় কেবলটি বেঁকে গেলেও নষ্ট হবে না।
তাছাড়া ম্যাক বা যেকোনো পিসিতে ইউএসবি পোর্টের সাথে কানেক্ট করা যাবে, যার ফ্রিকোয়েন্সি রেসপন্স সর্বোচ্চ ১০ হাজার হার্জ ও ওজন মাত্র ১২০ গ্রাম, তাই সবসময় সঙ্গে রেখে একই সময়ে গান ও অন্যান্য কাজ চালানো যাবে। হেডসেটটিতে রয়েছে ২ বছরের বিক্রয়োত্তর সেবা এবং মূল্য ৯ হাজার টাকা।