করোনাভাইরাসের প্রভাবে চীনের স্মার্টফোন বাজারে ব্যাপক ধস নামতে যাচ্ছে।
গবেষণা প্রতিষ্ঠান আইডিসির অনুমান, চলতি বছরের প্রথম কোয়ার্টারে (জানুয়ারি থেকে মার্চ) পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় দেশটিতে স্মার্টফোনের সরবরাহ কমতে পারে ৪০ শতাংশ।
আইডিসির অ্যানালিস্ট উইল ওয়াং মনে করেন চলতি বছরের প্রথম তিন মাসে চীনের ক্রেতারা ৩ কোটি ৩০ লাখ স্মার্টফোন কম কিনবেন।
চীনের স্মার্টফোনের বাজার এতো বড় ধাক্কা খেতে পারে এটা কেউই কল্পনা করতে পারেনি। এমনকি গবেষণা প্রতিষ্ঠানটিও না। উইল ওয়াং বলেন, আমরা যখন ২০২০ সালের সম্ভাব্য বাজার পর্যালোচনার কাজ শুরু করেছিলাম আমাদের ধারণা ছিলো বিক্রি কমতে পারে ৫ শতাংশ।
যন্ত্রাংশের ঘাটতি, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া, কোয়ারেন্টাইন করা, ভ্রমণ নিষেধাজ্ঞাসহ আরও অনেক কারণে বাজারে এই ধস নামবে।
করোনাভাইরাসের প্রভাব কেবল চীনের স্মার্টফোন বাজারেই সীমাবদ্ধ থাকবে না। আইডিসির অনুমান, ২০২০ সালের প্রথমার্ধে সারা বিশ্বে স্মার্টফোন বিক্রয়ের পরিমাণ পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় কমবে সাড়ে ১০ শতাংশ।তবে ফাইভজি কার্যকর হলে এবং করোনাভাইরাস মহামারি পরিস্থিতির উন্নতি হলে বছরের শেষার্ধে বাজার স্বাভাবিক হতে পারে।
চীনের স্মার্টফোন বাজারের সবচেয়ে বড় অংশ দখল করে রেখেছে হুয়াওয়ে। তাই ধারণা করা হচ্ছে, এর ফলে হুয়াওয়েই সবচেয় বেশি ক্ষতিগ্রস্ত হবে। তবে এই বিষয়ে কোম্পানিটি তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।