কেউ টিকে যাচ্ছে বহু দিনের জন্য, আর কোনও কোনও স্মার্টফোন বাজারে সাড়া ফেলতেই পারছে না বহু চেষ্টার পরেও। ৯১মোবাইলস এর ভারতের মোবাইল মার্কেটের ভবিষৎ নিয়ে সমীক্ষা বলছে আগামী কয়েক মাসে ভারতীয় স্মার্টফোন মার্কেটে শাওমির থেকে ভালো অবস্থানে থাকবে স্যামসাং ।
আগামী কয়েক মাসে ভারতীয় স্মার্টফোন মার্কেটে শাওমির থেকে ভালো ফল করবে বলে জানিয়েছে ৯১মোবাইলস এর ভারতের মোবাইল মার্কেটের ভবিষৎ নিয়ে সমীক্ষা । বায়ার ইনসাইট সার্ভে ২০২০ তে দেখা গেছে, স্মার্টফোন ব্যবহারকারীরা আগামী ১ বা ২ বছরের মধ্যে তাদের পরবর্তী হ্যান্ডসেট আপগ্রেডের জন্য চীনা কোম্পানি শাওমির বদলে দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাং কে বেশি বেছে নিতে পারে। আবার কোনও ব্যক্তি জানিয়েছেন যে, তারা নতুন স্মার্টফোন হিসাবে স্যামসাং কে বেশি পছন্দ করেন।
আমরা দেখেছি ২০১৯ সালে স্যামসাং যেখানে ভারতীয় স্মার্টফোন মার্কেটের ১৭ শতাংশ দখল করে ছিল। ২০২০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৪ শতাংশে। সেখানে শাওমির মার্কেট শেয়ার কমে ২০ শতাংশে এসেছে। যা ২০১৯ সালে ছিল ২৪ শতাংশ। সুতরাং এই ট্রেন্ড বাজার পরিবর্তনের সম্পূর্ণ ইঙ্গিত দেয়।