প্রতিনিয়তই বাজারে আসছে নতুন ও আকর্ষনীয় সব স্মার্টফোন। এইচএমডি গ্লোবাল, নোকিয়া ব্র্যান্ড ফোনের নির্মাণ সংস্থা বাংলাদেশের বাজারে অ্যান্ড্রয়েড ফোনসহ নোকিয়া ব্র্যান্ডের বেশ কিছু নতুন হ্যান্ডসেট উন্মোচন করেছে। নোকিযা এখনও পর্যন্ত অনেকগুলি কমদামী স্মার্টফোন এবং প্রিমিয়াম স্মার্টফোনও বাজারে নিয়ে এসেছে ।
চলুন দেখেনেই দেশের বাজারে নকিয়া কোন মোবাইলের দাম কত:
নোকিয়া ৮.১ : দাম পড়বে ৪৪,০০০ টাকা
নোকিয়া ৭.২ : দাম পড়বে ৩১,০০০ টাকা
নোকিয়া ৬.১ : দাম পড়বে ২৭৯৯০ টাকা
নোকিয়া ৬.২ : দাম পড়বে ২০,০০০ টাকা
নোকিয়া ৩.১ : দাম পড়বে ১৮,৫০০ টাকা
নোকিয়া ৪.২ : দাম পড়বে ১৩,৯৯০ টাকা
নোকিয়া ২.৩ : দাম পড়বে ১০,৯৯৯ টাকা
নোকিয়া ২.১ : দাম পড়বে ৭,৯৯৯ টাকা
নোকিয়া ২৭২০ : দাম পড়বে ৭,৯৯৯ টাকা
নোকিয়া ৩৩১০ : দাম পড়বে ৪৫,৯০ টাকা
নোকিয়া ২২০ ৪জি : দাম পড়বে ৩,৯৯৯ টাকা
নোকিয়া ১০৫ : দাম পড়বে ১,৩৯৯ টাকা