স্মার্ট টেকনোলজিস (বিডি) এবার দেশের বাজারে নিয়ে এলো বিশ্বসেরা কম্পিউটার ও ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট নির্মিত সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন দুইটি ১৬৫ হার্টজ গেমিং মনিটর।মনিটর দুটোর মডেল যথাক্রমে G27FC-EK এবং G32QC-EK।
মনিটর দুটিতে থাকছে গেমারদের জন্য নেক্সট জেনারেশন রেডি সকল ফিচার্স (হাই রিফ্রেশ রেট সাপোর্ট, ডিসপ্লে পোর্ট সাপোর্ট) এবং পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সর্বোচ্চ কালার একিউরিসি। দুটি মডেলই ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সক্ষম। উভয় মনিটরেই থাকছে এনভিডিয়া জি-সিংক এবং এএমডি ফ্রিসিংক প্রিমিয়াম সাপোর্ট যা গেমারদের দিবে কোন রকম স্ক্রিন টেয়ারিং ছাড়া আপোসহীন অভিজ্ঞতা ,এছাড়াও ক্রেতাদের নজর কাড়বে যেকোন চলচিত্রে, স্থিরচিত্র বা গেমস কারণ উভয় মনিটরেই থাকছে ১২মিলিয়ন বাই ওয়ান ডাইনামিক কন্ট্রাস্ট সক্ষমতা, আট বিট হাই কোয়ালিটি ভিএ প্যানেল এবং ভেসা ওয়াল মাউন্ট সক্ষমতা। উভয় মনিটরে থাকছে নন গ্লেয়ার কোটিং যার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি আলোর বিপরিতেও স্পষ্টভাবে কন্টেন্ট দেখতে পারবেন যা যেকোন গ্লসি ফিনিশ মনিটর থেকে এক ধাপ এগিয়ে।
মনিটর গুলোতে থাকছে ১৫০০আর কার্ভ যার মাধ্যমে মনিটরগুলো বড় হওয়া সত্বেও কাছ থেকে বসে ব্যবহারকারিরা সহজেই সম্পূর্ণ কন্টেন্ট দেখতে পারবেন। তাই গেমার এবং কন্টেন্ট ক্রিয়েটররা খুব সহজেই কাছ থেকে বসে খুব সহজেই ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারবেন কিম্বা কন্টেন্ট উপভোগ করতে পারবে কোন প্রকার শারীরিক বিগ্রহ ছাড়া।
উভয় মনিটরে থাকছে থাকছে ব্ল্যাক স্টেবিলাইজার যার মাধ্যমে গেমাররা গেমের মধ্যে অতি অন্ধকার যায়গাগুলোতেও শত্রুদের দেখতে পারবেন অনায়াসে যা গেমারদের ই-স্পোর্টস বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তা করবে।
এছাড়াও থাকছে অন স্ক্রিন ডিসপ্লে ইন্টারফেইস যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজের মতো মনিটরটির যেকোন সেটিংস (উজ্জলতা, কন্ট্রাস্ট, কালার পরিবর্তন, ব্লাক স্টেবিলাইজার লেভেল, রিফ্রেশ রেট নির্ধারণ, ক্রস হেয়ার অন অফ ইত্যাদি) পরিবর্তন করতে পারবেন অনায়াসেই তাই ব্যবহারকারীরা পাচ্ছেন মনিটরগুলোর উপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ।
G27FC-EK মডেলটির নির্ধারিত বাজারমূল্য ২৭,৫০০টাকা মাত্র যার বিনিময়ে উপর্যুক্ত সকল সুবিধার পাশাপাশি ক্রেতারা পাচ্ছেন ১৬৫হার্টস এর সাতাশ ইঞ্চি আল্ট্রা লো লেটেন্সি (১মিলিসেকেন্ড) মনিটর যার রেজুলেশন ১৯২০x১০৮০ বা ১০৮০পি। মনিটরটির সাথে থাকছে বিল্ট ইন দুই ওয়াটের স্টেরিও স্পিকার।
G32QC-EK মডেলটির নির্ধারিত বাজারমূল্য ৪৬,০০০টাকা মাত্র যার বিনিময়ে উপর্যুক্ত সকল সুবিধার পাশাপাশি ক্রেতারা পাচ্ছেন ৩২ইঞ্চ আল্ট্রা লো লেটেন্সি (১মিলিসেকেন্ড) ১৬৫ হার্টজ এর প্যানেল যার রেজুলেশন ২১৬০x১৪৪০ বা ১৪৪০পি বা QHD। এছাড়াও পাবেন এ এম ডি ফ্রি সিংক প্রিমিয়াম প্রো সক্ষমতা এবং ১২৪ সতাংশ এস আর জি বি কালার একিউরিসি।
অত্যাধুনিক সকল টেকনোলজিস সমৃদ্ধ অলরাউন্ডার মনিটর দুটি দেশের বাজারে ভোক্তাদের জন্য পরিবেশন করছে স্মার্ট টেকনোলজিস (বিডি) যার মাধ্যমে ভোক্তারা পাচ্ছেন আপোসহীন ভিজুয়াল অভিজ্ঞতা।