এইতো প্রায় শেষ হয়ে গেল অক্টোবর মাস৷ এর পরের মাস নভেম্বর৷ হাড় কাঁপানো শীতে এবং করণা মহামারীর মধ্যেও প্রতিনিয়ত একের পর এক বিভিন্ন দেশি-বিদেশি কোম্পানিগুলো বাজারে আনছে তাদের নিত্য নতুন স্মার্টফোন৷ তবে এবার দেখার পালা কোন স্মার্টফোনগুলো বাংলাদেশের বাজারে অফিসিয়াল এবং আনঅফিসিয়ালি আসছে সামনের নভেম্বর মাসে৷
তাহলে প্রথমে আনঅফিসিয়াল ফোন দিয়ে শুরু করা যাক!
সামনের মাসে আনঅফিসিয়ালি রেডমি নিয়ে আসতে চলেছে বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন রেডমি নোট টেন সিরিজের স্মার্টফোন।
অনেকে বলছে এই স্মার্টফোন বাংলাদেশের বাজারে রিব্র্যান্ডেড হয়ে আসতে পারে৷ তবে আসলে রিব্র্যান্ডেড নয়, এখানে ব্যবহার করা হয়েছে ১২৮ মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা। যা ফোনে এক ধরনের নতুনত্ব আনবে৷ সর্বপ্রথম চীনে এটি গ্লোবালি লঞ্চ করা হবে বলে জানা যায়৷
আর এই ফোনের প্রসেসর হিসেবে থাকতে পারে মিডিয়াটেকের ডিমেন্সিটি অথবা স্নাপড্রাগণ৷
এবার তাহলে রিয়েলমি স্মার্টফোন নিয়ে কথা বলা যাক!
রিয়েলমি সামনের মাসে ভারতের সর্বপ্রথম লঞ্চ করতে চলেছে রিয়েলমি এক্স সেভেন সিরিজের একটি নতুন স্মার্ট ফোন৷ সামনের মাসের মাঝামাঝি সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই ফোনটি লঞ্চ হতে পারে । এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ আনঅফিসিয়াল লঞ্চ হবার সম্ভাবনা রয়েছে৷
ফোনটিতে ১২০ হার্জ রিফ্রেশিং প্যানেল রেট ব্যবহার করার সম্ভাবনা রয়েছে৷ এবং এই ফোনটিতে থাকছে ৬৪ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা৷
ও! আরেকটা বেপারই তো জানানো হয়নি আপনাদেরকে।
আইফোন টুয়েল সিরিজের স্মার্টফোন আমরা পেতে চলেছি সামনের মাসের প্রথম সপ্তাহে। এই ফোনটি আসি আসি করেও আসছে না। তবে আশা করা যায় সামনের মাসে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হবে৷ এই ফোন টি হাই বাজেটের একটি ফোন৷ এবং ফোনটির সাথে কোন ধরনের চার্জার দেওয়া হচ্ছে না৷ চার্জারটা আপনাকে কিনে নিতে হবে৷
সামনের মাসে ভিভোর তরফ থেকে আমরা পেয়ে যেতে পারি ভিভো ভি ২০ প্রো৷ এটি সম্ভবত আনঅফিশিয়ালী বাংলাদেশের লঞ্চ করা হবে।
সামনের মাসে আনঅফিসিয়ালিআমরা পেয়ে যেতে পারি স্যামসাংয়ের নতুন স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এস ২০ এফ ই ফাইভ জি ।
ফোনটিতে থাকছে কোয়ালকম-স্ন্যাপড্রাগণের একটি প্রসেসর৷ এবং এটি একটি ফ্লাগশিপ ফোন। অর্থাৎ এই ফোনটিতে সকল ধরনের ফিচারস সমান পরিমানের দেওয়া রয়েছে৷ বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি লঞ্চ করা হলেও অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ এর দাম যথেষ্ট বেড়ে যেতে পারে, সেটা বলাই বাহুল্য৷
সামনের মাসে বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ করা হতে পারে ইনফিনিক্স এর নতুন স্মার্টফোন।
বেশকিছু স্মার্টফোন একসাথে লঞ্চ হতে পারে। এবং এটা নিশ্চিত যে আমরা সামনের মাসে পেতে চলেছি ইনফিনিক্স এর নতুন স্মার্টফোন ইনফিনিক্স হট ১০ । এছাড়াও রয়েছে ইনফিনিক্স এর জিরো এইট স্মার্টফোনটি৷
ফোনটিতে দেওয়া হয়েছে সুপার পারফরমেন্স সমৃদ্ধ একটি ক্যামেরা৷ তার সাথে রয়েছে আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশিং প্যানেল৷ ডায়মন্ড শেপ এর একটি ক্যামেরা সেটআপ এবং গ্লোরিয়াস লুক সম্পন্ন একটি ডিজাইন৷
রেয়ারে থাকছে সিক্সটি ফোর মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা। এছাড়াও রয়েছে ৮+ ২+২ মেগাপিক্সেলের আরো কিছু ক্যামেরা৷
এখন দেখার পালা এই ধরনের ফোনগুলো বাংলাদেশে আসলে তা বাংলাদেশের ব্যবহারকারীদের মন কতটুকু জয় করতে পারবে?