মাউসের জগতে লজিটেক এক অনন্য নাম। লজিটেক সবসময় আমাদের খুব ভাল মানের মাউস দিয়ে থাকে। লজিটেক এবার নিয়ে আসছে ভয়েস এর মাধ্যমে ব্যবহার করা উন্নত মাউস। এস মাউসটি সম্প্রতি চীনে লঞ্চ করা হল। চলুন দেখে নেওয়া যাক কেমন হচ্ছে এই মাউসটি।
লজিটেক ভয়েস এম ৩৮০ ওয়্যারলেস মাউস এমন একটি মাউস যা উইন্ডোজ ৭ সহ ম্যাক ও এস এ ও চলবে। এই মাউসে থাকবে একটি ভয়েস বাটন যার দ্বারা খুব সুন্দর কাজ করা যাবে। এই মাউসটি কথা ট্র্যান্সলেট করতে সক্ষম হবে ইংরেজী, ফ্রান্স, জাপানী, কোরিয়ান, থাই ও স্প্যানিস ভাষা ট্র্যান্সলেট করতে পারবে এবং সেগুলো হবে ৯৮ শতাংশ। প্রতি মিনিটে ৪০০ শব্দ লেখা যাবে এর মাধ্যমে। ১০ মিটার দূর থেকেও এই মাউস কমান্ড করলে নিখুতভাবে কাজ করবে। গ্রাফাইট, অফ হোয়াইট এবং রোজ কালারে পাওয়া যাবে এই মাউসটি। সামনের মাস থেকে পাওয়া যাবে উক্ত মাউসটি।
এবার আলোচনা করা যাক এই মাউসটির মূল্য নিয়েঃ
লজিটেক ভয়েস এম ৩৮০ ওয়্যারলেস মাউস এর মূল্য নির্ধারণ করা হয়েছে চীনের মূল্য অনুযায়ী ১৯৯ সি এন ওয়াই যার বাংলাদেশী মূল্য হবে ২,৫৯৭ টাকা।