সাশ্রয়ী মূল্যে ফোরজি ফোন বাজারে নিয়ে আসার প্রচেষ্টার অংশ হিসাবে টেক লিডার ও ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনির সাথে কো-ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বাজারে নিয়ে এসেছে ফোরজি হ্যান্ডসেট। সম্প্রতি উন্মোচন করা হয় জিপি-সিম্ফনি জি৫০ নামক এই ফোরজি স্মার্টফোন।
জিপি-সিম্ফনি জি৫০ ফোরজি স্মার্টফোনে থাকছে ৫.৭ ইঞ্চির ২.৫ ডি কার্ভড গ্লাস ডিসপ্লে। রয়েছে ১.৪ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর, ১ জিবি র্যাম ও ৩২ জিবি রম। স্মার্টফোনটিতে থাকছে ৫ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা ও ২ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা। ৫ হাজার ৯৯০ টাকার ফোনটিতে ৩০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিএমও সাজ্জাদ হাসিব এবং এডিসন গ্রুপের ব্যবস্থাপনা জাকারিয়া শহীদ।
কমদামি সিম্ফনি জি৫০ ফোরজি স্মার্টফোনটি কিনলে গ্রামীণফোন গ্রাহকরা বিনামূল্যে পাবেন ৭ দিন মেয়াদে ১২ জিবি ইন্টারনেট (৩ জিবি + ৯ জিবি বায়োস্কোপ স্ট্রিমিং) এবং ৩০ দিনের জন্য বায়োস্কোপ, জিফাইভ এবং সিনেম্যাটিকের প্রাইম পাস। আরো থাকছে ৬ মাসের জন্য ২৯৯ টাকায় ১০ জিবি ও ২০০ মিনিটের একটি এক্সক্লুসিভ কম্বো প্যাক।