জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাজারে আস্তে যাচ্ছে লন্ডন ভিত্তিক প্রযুক্তি কোম্পানি নাথিং টেকনোলজি লিমিটেডের নতুন ফোন ‘নাথিং ফোন ১’। এই বিষয়টি নিশ্চিত করা হলেও ফোনটির ফিচার বা দাম নিয়ে সুস্পষ্ট ইঙ্গিত দেয়নি কোম্পানিটি।
সম্প্রতি অনলাইনে দীর্ঘ ইভেন্টের আয়োজন করে নাথিং। যেখানে এই ফোনটির লঞ্চের বিষয়ে বলা হয়। সেই অনুষ্ঠানে কয়েকবার জানানো হয় অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতা করবে নাথিং ফোন ১। অর্থাৎ আইফোনের সঙ্গে টেক্কা দেবে ফোনটি। এমনটিই নির্মাতা প্রতিষ্ঠানের দাবি।
এ বছরের মাঝামাঝি সময়ে নাথিং ফোন ১ লঞ্চ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নাথিং এর প্রতিষ্ঠাতা কার্ল পে। ফ্লিপকার্টের মাধ্যমে ভারতের বাজারে ফোনটি বিক্রি শুরু করবে তারা। ইতোমধ্যে ফোনটির বেশ কিছু ফিচার সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে।
টিপস্টার থেকে যে স্পেসিফিকেশন জানা গিয়েছে তা থেকে ধারণা করা হচ্ছে সম্ভবত মিড রেঞ্জের ফোন হবে নাথিং ফোন ১। আইফোনের স্পেসিফিকেশনের সঙ্গে টেক্কা দিলেও, সেই তুলনায় দাম রাখা হবে অনেক কম। এমনটাই অনুমান করা হচ্ছে।
সম্ভবত ফোনটিতে ৬.৪৩ ইঞ্চির ডিসপ্লে থাকবে যা ফুল এইচডি+। এর রিফ্রেশ রেট থাকবে ৯০হার্জ। অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাবে নাথিং ফোন ১ এ। এছাড়া ফোনটিতে থাকবে এইচডিআর১০+ সাপোর্ট। স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট থাকতে এতে। ধারণা করা হচ্ছে সেটিটিতে ৮জিবি র্যাম এবং ১২৮জিবি স্টোরেজ কনফিগারেশন থাকবে।
ক্যামেরার ক্ষেত্রে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। প্রাইমারি ক্যামেরা সেটআপ হতে পারে ৫০ মেগা পিক্সেলের। অন্য দুটি ৮ মেগা পিক্সেল এবং ২ মেগা পিক্সেলের ক্যামেরা সেন্সর থাকবে। ফোনটিতে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে। দেওয়া হতে পারে ওয়্যারলেস চার্জারের সুবিধা।
ওএস প্ল্যাটফর্মে নির্মিত ফোনটি পরিচালিত হবে অ্যানড্রোয়েড ১২ সিস্টেমের ওপর ভিত্তি করে। ফোন বিশেষজ্ঞদের মতে, নাথিং ফোনটির মূল্য হতে পারে ২২,০০০ থেকে ২৮,০০০ রুপির মধ্যে।