দেশের তরুণদের পছন্দের ব্র্যান্ড ইনফিনিক্স এমনই এক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান, যারা তাদের স্মার্ট ডিভাইসে সেরা ফিচারের পাশাপাশি দারুণ সব ডিজাইন ও উদ্ভাবন ইন্ডাস্ট্রিতে ট্রেন্ড বা ধারা প্রবর্তন করেছে। বর্তমানে সেরা ফিচার ও প্রযুক্তি নিয়ে আসার পাশাপাশি স্মার্টফোনের মাধ্যমে যেন গ্রাহকেরা নিজেদের ব্যক্তিত্ব দারুণভাবে উপস্থাপন করতে পারেন, সেটাও সমান গুরুত্বপূর্ণ। একটি ব্র্যান্ড হিসেবে ইনফিনিক্স তরুণ ব্যবহারকারীদের অত্যাধুনিক প্রযুক্তি, দারুণ ডিজাইন ও উদ্ভাবনের মাধ্যমে তাঁদের ব্যক্তিত্ব দারুণভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করছে।
কাউন্টার পয়েন্ট রিসার্চের তথ্য মতে, বাংলাদেশের বাজারে যাত্রা শুরুর পর থেকে তরুণদের পছন্দের ব্র্যান্ড ইনফিনিক্স (ইয়ার টু ইয়ার) চার গুন প্রবৃদ্ধি নিয়ে চলতি বছরের ১২.৪ শতাংশ মার্কেট শেয়ার অর্জন করে।
চলতি বছরের প্রথম প্রান্তিকে মোবাইল ফোন বাজারজাতকরণের ক্ষেত্রে ইনফিনিক্স, দেশের মোবাইল ব্র্যান্ডগুলোর মধ্যে শীর্ষ তিন এ উঠে এসেছে।
প্রগতিশীল ব্র্যান্ড হিসেবে, ইনফিনিক্স সব সময়ই পরিবর্তিত গ্রাহকের প্রয়োজনীয়তা পূরণের দিকে জোর দিচ্ছে। ইনফিনিক্সয়ের এ প্রবৃদ্ধির মূলে ছিল প্রতিষ্ঠানটির জনপ্রিয় হট সিরিজের ডিভাইসগুলো। বিশেষ করে, হট ১০ প্লে এর মতো এন্ট্রি-লেভেলের ডিভাইসগুলোর আশানুরূপ সাড়া ইনফিনিক্সকে এ অবস্থানে নিয়ে গেছে।
চলতি বছরের প্রথম প্রান্তিকে স্যামসাং সর্বোচ্চ ১৭.৭ শতাংশ, রিয়েলমি ১৩.২ শতাংশ, ইনফিনিক্স ১২.৪ শতাংশ, শাওমি ১১.৯ শতাংশ এবং টেকনো ১০.৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে শীর্ষস্থান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অবস্থান অর্জন করেছে। এছাড়াও, এ সময়কালে অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডগুলো ৩৪.২ শতাংশ মার্কেট শেয়ার দখল করে।