সম্প্রতি শাওমি জানিয়েছে তুলনামুলক পুরনো স্মার্টফোনে আর সফটওয়্যার আপডেট পাঠানো হবে না। এর আগেই এমআইইউআই এর আপডেট না পাওয়া শাওমি ফোনের তালিকা ফাঁস হয়েছে। এই তালিকায় নতুন রেডমি নোট-৭ সিরিজসহ রেডমি-৫ সিরিজের কিছু পুরনো ফোনও রয়েছে।
শাওমির সাতটি ফোন কোনো উপায়েই এমআইইউআই আপডেট পাবে না। এই স্মার্টফোনগুলো হচ্ছে- রেডমি ৩এস/প্রাইম, রেডমি প্রো, রেডমি ৪ প্রাইম, রেডমি ৪ গ্লোবাল, রেডমি ৪এ, রেডমি নোট ৪ এবং রেডমি নোট ৩।
কোম্পানিটি আগে নিশ্চিত করেছে যে এটি ৩০ টিরও বেশি ডিভাইসে নতুন আপডেট এমআইইউআই ১১ পাঠানো হবে । জানা গেছে, তালিকাভুক্ত এসব ফোন ছাড়া এমআইইউআই-১১ আপডেট পাওয়া যাবে না।
যেসব ফোনে এমআইইউআই-১১ আপডেট পাওয়া যাবে– শাওমি এমআই ৯, এমআই ৮, শাওমি এমআই,শাওমি এমআই এমআইএক্স ২এস, এমআই এমআইএক্স ২, শাওমি এমআই এমআইএক্স ১ , শাওমি এমআই ৬এক্স, এমআই ৬. শাওমি এমআই নোট ২, এমআই নোট ৩, শাওমি এমআই ৫এক্স, এমআই ৫সি, এমআই ৫এস, এমআই ৫ এস প্লাস, শাওমি এমআই ম্যাক্স ২, এমআই ম্যাক্স, এমআই ম্যাক্স ৩, শাওমি এমআই প্লে, রেডমি নোট ৭ প্রো, রেডমি নোট ৭, রেডমি এস২, রেডমি নোট ৫, রেডমি নোট ৫ প্রো, রেডমি ৬, রেডমি ৬এ, রিদমি ৬ প্রো, রেডমি ৫, রেডমি ৫এ, রেডমি ৫ প্লাস, রেডমি নোট ৫এ, রেডমি ৪, রেডমি ৪এ, রেডমি ৪এক্স, রেডমি নোট ৪, রেডমি নোট ৪এক্স, রেডমি ৩এস/৩এক্স রেডমি নোট ৬, রেডমি নোট ৬ প্রো ।