বাংলাদেশে মটোরোলার নতুন স্মার্টফোন ‘মটো জি৭ পাওয়ার’ পাওয়া যাচ্ছে। ১৯ হাজার ৯৯০ টাকা দামের এ ডিভাইস মটো হাব, গেজেট অ্যান্ড গিয়ার, এডিসন প্লাগ ইন, রবি শপ ও পিকাবু ডটকম থেকে কেনা যাবে।
ডিভাইসটির বিষয়ে বাংলাদেশে মটোরোলার পরিবেশক স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের পরিচালক সাকিব আরাফাত বলেন, অ্যান্ড্রয়েড ফোনগুলোর মধ্যে ‘মটোরোলা জি’ সিরিজের স্মার্টফোনগুলোকে ভালো মনে করা হয়। ‘মটো জি৭ পাওয়ার’ স্মার্টফোনের ফিচার গ্রাহকদের চাহিদা পূরণ করবে। ডিভাইসটি ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি একবার চার্জে তিনদিন পাওয়ার ব্যাকআপ দেবে।
অ্যান্ড্রয়েড ৯ পাই চালিত এ স্মার্টফোনে ৬ দশমিক ২ ইঞ্চির ম্যাক্স ভিশন ডিসপ্লে আছে। ১ দশমিক ৮ গিগাহার্টজের অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬৩২ প্রসেসর-সংবলিত ডিভাইসটিতে দ্রুত কাজ করার অভিজ্ঞতা মিলবে। ৪ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৫১২ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে।
ডিভাইসটিতে এলইডি ফ্ল্যাশ সুবিধার ১২ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। এর রিয়ার ক্যামেরায় ফোর-কে রেজল্যুশনের ভিডিও ধারণ করা যাবে। ডিভাইসটি দিয়ে ধারণকৃত ছবি ডিএনজি ফরম্যাটে সংরক্ষণ করা সম্ভব।