ক্যাসিও এবার তৈরি করছে স্মার্ট ঘড়ি। সম্প্রতি তারা পানিরোধক একটি স্মার্ট ঘড়ি বাজারে আনার ঘোষণা দিয়েছে। ক্যাসিও ডব্লিউএসডি–এফ২০এ মডেলের ঘড়িটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। ঘড়িটির মনিটরের রেজুলেশন হবে ৩২০/৩০০ পিক্সেল। এছাড়া থাকছে ওয়াইফাই, ব্লুটুথ ও জিপিএস সুবিধা। পাওয়া যাবে অফলাইনে গুগল ম্যাপ ব্যবহারেরও সুবিধা।
ক্যাসিও’র এই স্মার্ট ঘড়িটিতে প্রচণ্ড শীতে কম তাপমাত্রা সহ্য করার সেন্সরও রয়েছে। এছাড়া আছে বায়ু চাপ সেন্সর, উচ্চতা সেন্সর, কম্পাস ও জিরোস্কোপ।
ব্যাটারি সেভিং মুডে পরিপূর্ণ চার্জ দিয়ে এটি একটানা একমাস ব্যবহার করা যাবে। স্মার্টওয়াচটির দাম পড়বে বাংলাদেশি টাকায় প্রায় ৩৩ হাজার টাকা।