মানুষের বয়স হলে হাঁটা-চলা করা কঠিন হয়ে দাঁড়ায়। তখন লাঠিতে ভর রাখতে হয়। প্রাচীনকাল থেকেই বয়স্ক মানুষরা লাঠিতে ভরসা খোঁজেন। ডিজিটাল এই যুগে যখন সবকিছুই স্মার্ট তখন লাঠি কেন বাদ যাবে? আর তাইতো বাজারে এলো স্মার্ট লাঠি।
এই লাঠি বয়স্কদের শুধুমাত্র হাঁটা-চলা করতেই সাপোর্ট দেবে না, ফোন কল থেকে শুরু করে নানান ধরনের কাজও করে দেবে।
আমেরিকান কোম্পানি কেন গো জিপিএস এই লাঠি বা স্টিক তৈরি করেছে। এতে থাকা বাটন চেপে জরুরি প্রয়োজনে পরিবারের অন্যসব সদস্যদের কলও করা যাবে। এই ওয়াকিং স্টিকটি বিশেষভাবে বয়স্কদের জন্য ডিজাইন করা হয়েছে। এই লাঠিটি শুধু বয়স্কদের হাঁটাচলায় সাহায্য করবে না। তবে এটি তাদের জরুরি পরিস্থিতিতেও সাহায্য করবে।
এমনকি এই লাঠিতে থাকা জিপিএস বয়স্কদের অবস্থানও জানাবে। এছাড়া কোনো কারণে পড়ে গিয়ে আহত হলে মেসেজের মাধ্যমে সে বিষয়ে তথ্য পাবেন পরিবারের সদস্যরা।
এই লাঠি বা স্টিক ব্যবহারকারীদের দৈনন্দিন কাজকর্মের উপর নজর রাখে। ব্যবহারকারী রোগীদের স্বাস্থ্যের বিবরণ তাদের পরিবারের সদস্য এবং ডাক্তারদের কাছে পাঠাতে থাকে। এই স্টিকের সাহায্যে, ব্যবহারকারীরা একটি বোতাম টিপে জরুরি পরিস্থিতিতে কল করতে পারেন। এছাড়া ব্যবহারকারীরা হাঁটতে গিয়ে পড়ে গেলে তাও সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের জানানো হয়।
এই লাঠিতে একটি ডিসপ্লে আছে। এই স্ক্রিনে ব্যবহারকারী কতটি পদক্ষেপ নিয়েছেন এবং কার কল আসছে। এটিও শনাক্ত করা যায়। এটি প্রতি মাসে এবং সপ্তাহে ব্যবহারকারীদের স্বাস্থ্য সম্পর্কিত ডেটা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করে। এটি এক চার্জে প্রায় ৪৮ ঘন্টা চালু থাকতে পারে।
এতসব ফিচারের লাঠিটি কিনতে খরচ করতে হবে ৪০ হাজার টাকার মতো।