স্নেক্সের জন্য ভাল হবে এমন নিরিবিলি রেস্টুরেন্ট মিরপুরে আশেপাশে কই পাওয়া যাবে??চলতি বছরের মার্চে দক্ষিণ কোরিয়ায় নতুন দুটি পাওয়ার ব্যাংক উন্মোচন করে স্যামসাং। গত মাসে চীনের বাজারেও নিয়ে আসা হয় ১০ হাজার ও ২০ হাজার অ্যাম্পায়ারের পাওয়ার ব্যাংকগুলো। সবশেষ এবার ভারতের বাজারে চার্জিং গ্যাজেট দুটি আনার কথা জানিয়েছে এ প্রযুক্তি কোম্পানি।
স্যামসাং কর্তৃপক্ষ জানায়, নতুন মডেলের পাওয়ার ব্যাংক দুটি এরই মধ্যে ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। ১০ হাজার মিলি অ্যাম্পিয়ার অাওয়ারের পাওয়ার ব্যাংকে দুটি টাইপ সি এবং একটি কিউআই সার্টিফায়েড পোর্ট রয়েছে। এর মাধ্যমে একই সঙ্গে তিনটি ডিভাইস চার্জ করতে পারবেন ব্যবহারকারীরা।
অন্যদিকে ২০ হাজার মিলি অ্যাম্পিয়ার অাওয়ারের পাওয়ার ব্যাংকে তিনটি টাইপ সি পোর্ট রয়েছে। যার মাধ্যমে একই সঙ্গে তিনটি ডিভাইসে ১৫ ওয়াট গতিতে চার্জ করতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়া একটি ডিভাইসের ক্ষেত্রে সর্বোচ্চ ৪৫ ওয়াট গতিতে চার্জ করা যাবে। তবে এটিতে ওয়্যারলেস চার্জিং সুবিধা নেই।
স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, স্মার্টফোনের পাশাপাশি উভয় পাওয়ার ব্যাংকই স্মার্টওয়াচ, টিডব্লিউএস ইয়ারফোন, ট্যাবলেট এবং ল্যাপটপেও চার্জের সুবিধা দেবে।