রেডমি ব্র্যান্ডের রাউটার সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে শাওমি। সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোয় দেয়া এক পোস্টে এ কথা জানিয়েছে চীনের প্রযুক্তি কোম্পানিটি। তবে কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
শাওমি চায়নার স্মার্ট হার্ডওয়্যার মার্কেটের প্রধান সেলেন সম্প্রতি দেয়া এক পোস্টে এ বিষয়ে জানিয়েছেন। তিনি জানান, ভবিষ্যতে রেডমি ব্র্যান্ডিংয়ে আর কোনো রাউটার সরবরাহ করবে না শাওমি।
বর্তমানে রেডমি ব্র্যান্ডের পাঁচটি ওয়াই-ফাই সিক্স রাউটার সরবরাহ করেছে কোম্পানিটি। এগুলোর মধ্যে রয়েছে এএক্স৫৪০০, এএক্স৬০০০, এএক্স৩০০০, এএক্স৬এস ও রেডমি গেমিং রাউটার এএক্স৫৪০০। এ রাউটারগুলোর দাম ২৩৯ ইয়ান (৩৩ মার্কিন ডলার) থেকে ৪৫৯ ইয়ান (৬৪ মার্কিন ডলার) পর্যন্ত। তবে শাওমির মূল ব্র্যান্ডের অধীনে এ মূল্যসীমার মধ্যে রাউটার রয়েছে।
প্রযুক্তি বিশারদদের মতে, রেডমির রাউটার সরবরাহ বন্ধ শাওমির সামগ্রিক রাউটার সরবরাহে কোনো প্রভাব ফেলবে না। বাজেট বান্ধব ওয়াই-ফাই সিক্স রাউটার ক্রয়ে আগ্রহীদের জন্য শাওমি ব্যান্ডের অধীনে আরো বিকল্প ব্যবস্থা রয়েছে।
কী কারণে চীনের প্রযুক্তি কোম্পানিটি এ উদ্যোগ নিয়েছে, সে বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানা যায়নি। তবে অনেকের মতে, শাওমি ব্র্যান্ডের প্রচারণাকে স্বাভাবিক করতে ও পণ্য সরবরাহ সহজীকরণে এ উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্টদের মতে, একটি ব্র্যান্ডের অধীনে রাউটার বাজারজাতের মাধ্যমে কোম্পানিটি আরো ভালো অবস্থা তৈরি করতে চায়।