তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি এক সময় বাজারে রাজত্ব করত। কিন্তু সেই রাজ্য বেশিদিন টেকেনি। কিন্তু হারানো বাজার ফেরাতে উদ্যোগী হয়েছে ব্র্যান্ডটি। নতুন ফোন নিয়ে বাজারে হাজির হয়েছে। সম্প্রতি এইচটিসি নতুন ফোন আনার ঘোষণা দিয়েছে। যার কোড নম্বর 2QDA100 । এটি হতে পারে এইচটিসি ইউ২৪ সিরিজের নয়া ফোন। যা গিগবেঞ্জে দেখা গিয়েছে। এই সিরিজে একাধিক ফোন আসতে পারে।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নতুন পণ্য টিজ করেছে প্রতিষ্ঠানটি। এই হ্যান্ডসেটটির লঞ্চের তারিখ জানা যায়নি। এইচটিসি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স -এ একটি পোস্টের মাধ্যমে ঘোষণা করেছে যে তারা দেশে একটি নতুন পণ্য লঞ্চ করবে।
তাইওয়ানের এইচটিসি নতুন স্মার্টফোন আনছে
এইচসিসি ইউ ২৪ সিরিজের এই ফোনে ১২ জিবি র্যাম থাকতে পারে। এটি চলবে অ্যানড্রয়েড ১৪ ভিত্তিক অপারেটিং সিস্টেমে। ফোনটিতে এইচডি প্লাস ডিসপ্লে থাকছে। এতে ১২০ হার্জ রিফ্রেশ রেট মিলবে। এই ডিসপ্লেতে ওলিড প্যানেল ব্যবহার করতে পারে এইচটিসি।
ফোনটির ডিসপ্লে হতে পারে ৬.৫ ইঞ্চির। এতে ৭২০x১৬০০ পিক্সেল রেজুলেশন পাওয়া যাবে। এই ডুয়াল সিম স্মার্টফোনটিতে একটি ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেবে এইচটিসি। এতে প্রসেসর হিসেবে পাওয়া যাবে ইউনিসক এসসি৯৮৩২ ই মডেলের। যা মিডরেঞ্জের ফোনে দেখা যায়। নিরাপত্তার জন্য এতে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।