ঈদের আগে সাজ-পোশাক কেনার পাশাপাশি তরুণদের নজর থাকে নতুন ইলেক্ট্রনিক গ্যাজেট ও মোবাইল ফোনের কেনার দিকে। অনেকেই চান ঈদে তাদের পুরাতন ফোন পরিবর্তন করে নতুন ফোন নিতে। সেজন্য ইতোমধ্যেই ঈদ উপলক্ষে স্মার্টফোন বাজারে পছন্দের ডিভাইস কিনতে ভিড় করছেন অনেকেই।
রাজধানীর বসুন্ধরা শপিংমল ঘুরে দেখা গেছে ঈদকে সামনে রেখে স্মার্টফোনের চাহিদা কিছুটা বেড়েছে। প্রায় সবগুলো মােবাইল ফোন কোম্পানির স্টোলে কম বেশী ক্রেতা সাধারণের ভিড় দেখা মিলেছে।
বাজার ঘুরে দেখা যায়, ক্রেতাদের কাছে মিডরেঞ্জ ফোনে চাহিদা বেশি। এছাড়াও ফ্ল্যাগশিপ ডিভাইসের প্রতি গ্রাহকদের বিশেষ আগ্রহ লক্ষ্য করা গেছে। তবে অনেক ক্রেতা ব্যাকআপ ফোন হিসেবে ফিচার ফোন কিনছেন বলেও বিক্রেতারা জানান।
রাজধানীর বসুন্ধরা শপিংমল ঘুরে সবথেকে বেশি গ্রহকের আগ্রহ দেখা গেছে স্যামসাংয়ের আউটলেটগুলোতে ।
বসুন্ধরা শপিং মলের স্যামসাংয়ের বিক্রয়কর্মী জানান, এই বছর গ্রহকের সবথেকে আগ্রহ দেখা যাচ্ছে স্যামস্যাং এ সিরিজের দিকে। ঈদ উপলক্ষে গ্যালাক্সি এম সিরিজের দুটি হ্যান্ডসেট বাজারে এনেছে। গ্যালাক্সি এস টেন সিরিজের ডিভাইস ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক কিংবা ফ্রি গ্যালাক্সি বাডস পাওয়ার সুযোগ পাবেন। এছাড়া গ্যালাক্সি নোট নাইন ও গ্যালাক্সি এস নাইন ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাকের সুযোগ মিলবে।
শাওমির বিক্রয়কর্মী জানান, ঈদে রেডমি গো, রেডমি ৬এ, মি এ২ সহ নির্দিষ্ট স্মার্টফোন কিনে গ্রাহকরা জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার ও মূল্যছাড়। মি ভক্তরা মি এ২ (৪+৬৪জিবি) কিনে ৩০০০ টাকা মূল্যছাড় উপভোগ করতে পারবেন । সবথেকে গ্রহকের আগ্রহের কোন মডেলের জানতে চাইলে বলেন রেডমি নোট৭ এর প্রতি বেশি আগ্রহ রয়েছে ।