বাংলাদেশে মটোরোলার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড মটোরোলা ওয়ান হ্যান্ডসেটের দাম কমিয়েছে। ডিভাইসটি মটোহাব, এডিসন শপ, রবিশপ ও পিকাবু থেকে ২০ হাজার ৯৯০ টাকায় কেনা যাচ্ছে।
মটোরোলা ওয়ান হ্যান্ডসেটে ৫ দশমিক ৯ ইঞ্চির এইচডি প্লাস ম্যাক্স ভিশন নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ চিপসেট ও অক্টাকোর প্রসেসরসংবলিত ডিভাইসটিকে গঠনের দিক থেকে বেস্ট হ্যান্ডি অথবা বেস্ট গ্রিপেল মোবাইল মনে হবে। এর ফ্রন্ট ও রিয়ার উভয় প্যানেলে গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। ৪ গিগাবাইট র্যামের এ হ্যান্ডসেটে ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এতে ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ডেফথ সেন্সিং সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির নন-রিমুভেবল ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপের নিশ্চয়তা দেবে।