স্মার্টফোনে এখন ফাস্ট চার্জিং ট্রেন্ড চলে এসেছে। এর কারণ হলো স্মার্টফোন কোম্পানি গুলো স্পেসিফিকেশন আগের থেকে উন্নত করলেও ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর দিকে মাথা ঘামাচ্ছে না। আর এই জন্য মানুষ কুইক চার্জ প্রযুক্তি যুক্ত স্মার্টফোন খোঁজ করছে। সাধারণ ভাবে কোনো ফোন ফুল চার্জ করতে যেখানে ১-২ ঘন্টা লাগে সেখানে কুইক চার্জারে আধা সময়ে ফুল চার্জ হয়ে যায়।
তো আসুন বাজেট রেঞ্জে কোন কোন ফোনে এই ফিচার আছে দেখে নেই।
শাওমি নোট ৭ :
রেডমি সিরিজের মধ্যে রেডমি নোট ৭ এর ডিজাইনে চমৎকার পরিবর্তন এনেছে শাওমি। এর ফ্রন্ট ও রেয়ার উভয় প্যানেলেই রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫। এতে রয়েছে ১৯.৫:৯ ডট ড্রপ ৬.৩ ইঞ্চি এফএইচডি+ ডিসপ্লে, যার রেজ্যুলেশন ২৩৪০×১০৮০ পিক্সেল। হাই পিক্সেল ডেনসিটি এবং সঠিক কালার (৮৪% এনটিএসসি) সম্পন্ন এই ডিসপ্লে গ্রাহকদের অন্যতম সেরা অভিজ্ঞতা দিতে সক্ষম।রেডমি নোট ৭ স্পেস ব্ল্যাক, নেপচুন ব্লু এবং নেবুলা রেড– এই ৩টি আকর্ষণীয় রঙ এ বাজারে আসবে। ৩ জিবি+৩২ জিবি ভার্সনের মূল্য ১৭ হাজার ৯৯৯ টাকা, ৪ জিবি+৬৪ জিবি ভার্সনের মূল্য ১৯ হাজার ৯৯৯ টাকা এবং ৪ জিবি+১২৮ জিবির মূল্য ২১ হাজার ৯৯৯ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এম ৩০ : ৬ দশমিক ৩৮ ইঞ্চি ফোনটিতে আছে ওয়াটার ড্রপ নচ যুক্ত অ্যামোলেড ডিসপ্লে। ইউএসবি সি পোর্ট সহ ফোনটির পেছনে আছে ১৩ মেগাপিক্সেল ও দুটি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।গ্যালাক্সি এম৩০ ফোনের প্রসেসরে আছে এক্সিনোস ৭৯০৪ চিপসেট। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রমের দুটি ভিন্ন সংস্করণে পাওয়া যাবে ফোনটি। স্যামসাং গ্যালাক্সি এম ৩০ এর দাম ২৮৯০০ টাকা (৪ জিবি/ ৬৪ জিবি) । ফোনটিতে আছে একটি ৫০০০ এমএএইচ এর বিশাল ব্যাটারি যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
রিয়েলমি ৩ প্রো : ডুয়াল সিম রিয়েলমি ৩ প্রো তে অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির কালারওএস ৬.০ স্কিন। রিয়েলমি ৩ প্রো তে থাকছে একটি ৬.৩ ইঞ্চি এফএইচডি+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট, ৬ জিবি পর্যন্ত র্যাম আর ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ।রিয়েলমি ৩ প্রো ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে ১৬ মেগাপিক্সেল আইএমএক্স৫১৯ প্রাইমারি সেন্সার। সাথে থাকছে ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য রিয়েলমি ৩ প্রো তে থাকছে একটি ২৫ মেগাপিক্সেল ক্যামেরা। রিয়েলমি ৩ প্রো এর ৪+৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৮৯৯৯ টাকা। এই ফোনে VOOC ফাস্ট চার্জিং এর সাথে ৪০৪৫ এমএএইচ ব্যাটারি পাবেন।
রেডমি নোট ৭ প্রো : ফোনটির৬ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লেতে আছে ওয়াটারড্রপ নচ। প্রসেসর হিসেবে মিলবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫৭। নতুন প্রসেসরটি স্ন্যাপড্রাগন ৭১০ এর চেয়ে শক্তিশালী। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ৯.০। ডিভাইসটির পেছনে মিলবে ৪৮ ও ৫ মেগাপিক্সেলের এআই ডুয়েল ক্যামেরা। সামনে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এতে মিলবে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের দাম ধরা হয়েছে ১৩ হাজার ৯৯ রুপি (১৬ হাজার ৫১৮ টাকা)। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৯৯৯ রুপি (২০ হাজার টাকা)।