অ্যাপল চলতি বছর তাঁদের আইফোন ১৭ সিরিজের অংশ হিসেবে একটি স্লিম বা পাতলা ডিজাইনের মডেল নিয়ে আসছে- এটি পুরোনো খবর। আইফোন ১৭ এয়ার নামে পরিচিত এই মডেলটি দেখতে কেমন হবে, কী কী ফিচার থাকবে এতে- এমন নানাবিধ বিষয় সম্পর্কে জানতে আইফোনপ্রেমীদের আগ্রহের কমতি নেই। ইতোমধ্যেই ফোনটির ডিজাইন ও ফিচার সম্পর্কে বেশ কিছু তথ্য বিশ্বস্ত কয়েকটি সূত্রের মাধ্যমে জানা গেছে। এবারে আইফোন ১৭ এয়ারের সম্ভাব্য কয়েকটি ছবি ফাঁস হয়েছে, যেখান থেকে এর ডিজাইন সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া যায়।
ফ্রন্টপেজটেক-এর জন প্রোসার সম্প্রতি আইফোন ১৭ এয়ারের নতুন কয়েকটি রেন্ডার (বা কম্পিউটার জেনারেটেড ছবি) শেয়ার করেছে। ছবিগুলো থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে, আইফোন এয়ার মডেলটির ডিজাইন আইফোনের অন্যান্য মডেলের ডিজাইনের থেকে অনেকটাই ভিন্ন হবে।
সবচেয়ে বড় পরিবর্তনটি দেখা যাবে রেয়ার বা ব্যাকসাইডের ক্যামেরায়। প্রচলিত আইফোনের মডেলগুলোতে যেখানে ডিভাইসের পেছনে একাধিক ক্যামেরা থাকে, সেখানে এয়ার মডেলটিতে থাকবে একটি মাত্র ক্যামেরা। ফাঁস হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, আইফোন ১৭ এয়ারের পেছন দিকে প্রশস্ত, আয়তাকার ক্যামেরা বারটিতে শোভা পাচ্ছে একটি ক্যামেরা, যেটি ৪৮ মেগাপিক্সেলের হওয়ার সম্ভাবনা জোরাল।
তবে এর আগে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, এয়ার মডেলটিতে ক্যামেরার পজিশন হবে উপরের দিকে মধ্যখানে। নতুন ফাঁস হওয়া ছবিগুলোতে অবশ্য দেখা যাচ্ছে রেয়ার ক্যামেরা থাকবে উপরে বাম দিকে।
আইফোন ১৭ এয়ার ফোনটির নতুন ফাঁস হওয়া ছবি থেকে এর ডিজাইন সম্পর্কিত বেশ কিছু তথ্য জানা গেছে।
নতুন রেন্ডার বা ছবিগুলো থেকে ডিজাইন সম্পর্কিত আরও কয়েকটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আলট্রা-থিন বা অতিরিক্ত পাতলা ডিজাইনের বডিতে দেখা যাবে আইফোন ১৭ এয়ার মডেলটিকে। এয়ার মডেলটির পুরুত্ব হবে ৫.৫ মিলিমিটার থেকে ৬ মিলিমিটারের মধ্যে। আর এটি সত্যি হলে, অ্যাপলের তৈরি সবচেয়ে পাতলা (স্লিম) ডিজাইনের আইফোন হতে যাচ্ছে এয়ার মডেলটি।
ডিজাইন এতোটা স্লিম রাখতে গিয়ে আইফোনের প্রচলিত বেশ কয়েকটি ফিচার আইফোন ১৭ এয়ার মডেলটিতে না-ও দেখা যেতে পারে। এই যেমন রেয়ার ক্যামেরায় অপটিক্যাল জুম অপশনটি অনুপস্থিত থাকতে পারে। এছাড়া ফ্রন্ট ক্যামেরার মান এবং স্পিকার পারফরম্যান্সের মানও কিছুটা পড়ে যেতে পারে।
তবে আলট্রা-স্লিম এই মডেলটিতে অন্যান্য ফিচার পাওয়া যাবে রেগুলার আইফোনের মতোই। প্রসেসর হিসেবে এ১৯ চিপ থাকতে পারে। অবশ্য এর চেয়েও শক্তিশালী এ১৯ প্রো চিপ কেবলমাত্র প্রিমিয়াম আইফোন মডেলগুলোতেই (যেমন: প্রো) দেখা যাবে। তবে এ১৯ চিপ অ্যাপল ইন্টেলিজেন্স-ভিত্তিক বিভিন্ন এআই ফিচার ব্যবহারের জন্য যথেষ্ট বলেই জানা গেছে।
তবে এটাও মনে রাখা দরকার যে, ফাঁসকৃত ছবিগুলো অ্যাপলের তরফ থেকে প্রকাশ করা কোনো অফিশিয়াল ছবি নয়। ফলে আইফোন ১৭ সিরিজ উন্মোচিত হতে হতে ডিজাইনে আরও কিছু পরিবর্তন চলে আসতে পারে।
আইফোনের মডেল নিয়ে অ্যাপল এর আগেও বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করেছে। এর মধ্যে স্ট্যান্ডার্ড, প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলো বেশ সফল হলেও আইফোন মিনি ও প্লাস মডেল দুটি ততটা সাফল্য পায়নি। তবে আইফোন এয়ার ফোনটি নিয়ে আইফোনপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তাতে কোনো সন্দেহ নেই। ফিচার ও অন্যান্য তথ্য সম্পর্কে এখনও ধোঁয়াশা থাকলেও এটা মোটামুটি নিশ্চিত যে, আইফোন ১৭ এয়ার ফোনটি এ বছরই অ্যাপলের ২০২৫ আইফোন ১৭ ইভেন্টে উন্মোচিত হতে যাচ্ছে।