ঈদে বেশ জমে উঠেছে দেশের মোবাইল ফোনের বাজার। ঈদ যত ঘনিয়ে আসছে বাজারে ক্রেতা ভিড় বাড়ছে । রাজধানী বসুন্ধরা শপিং মলসহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখে গেছে ঈদ সামনে রেখে মোবাইল ফোনের দিকে গ্রাহকের আগ্রহ বেশ বেড়েছে।
গুগলের হুয়াওয়ের সঙ্গে চুক্তি থেকে সরে যাওয়ার ফলে দেশের বাজারে বিক্রিতে এখন তেমন কোনো প্রভাব পড়ে নাই। কমেনি গ্রাহকের চাহিদা ।
ঈদ সামনে রেখে দেশের বাজারে বেশ কিছু আকর্ষণীয় অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি ।ঈদে হুয়াওয়ের স্মার্টফোন কিনে প্রতি সপ্তাহে পেতে পারেন থাইল্যান্ড ভ্রমণের সুযোগ ও একটি করে মোটরবাইক এবং প্রতিদিন একটি করে আকর্ষণীয় হুয়াওয়ে হ্যান্ডসেট। এ ছাড়া হুয়াওয়ের স্মার্টফোন ও ট্যাব কিনলে সর্বোচ্চ ১০ হাজার টাকা ক্যাশব্যাক, মূল্য হ্রাস, উপহারসহ নানা সুবিধা তো রয়েছেই।
হুয়াওয়ের পি ৩০ প্রো ও পি ৩০–এর সঙ্গে পাওয়া যাবে হুয়াওয়ে ইয়ার বাডস, পি ৩০ লাইট ও ওয়াই ম্যাক্সের সঙ্গে পাওয়া যাবে হুয়াওয়ের হেডফোন এবং ওয়াই৭ প্রো ২০১৯ ও ওয়াই সিক্স প্রো ২০১৯–এর সঙ্গে পাওয়ার যাবে একটি দৃষ্টিনন্দন রঙিন ছাতা। নোভা থ্রি আই ও ওয়াই নাইন ২০১৯ মডেলের স্মার্টফোন দুটি কিনলে যথাক্রমে ২ হাজার টাকা ও ১ হাজার ৫০০ টাকা নিশ্চিত ক্যাশব্যাক পাওয়া যাবে। এ ছাড়া সৌভাগ্যবান ক্রেতারা পাবেন ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ।
রাজধানীর বসুন্ধরা শপিং মলে হুয়াওয়ে ব্র্যান্ড শপে কথা হয় আহসান হাবিবের সাথে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে হুয়াওয়ের শীতল যুদ্ধ হচ্ছে এটা নিয়ে তিনি অবগত আছেন। এটার প্রভাব আমাদের দেশের বাজারে পড়বে না বলে তার বিশ্বাস। কারণ হুয়াওয়ে বিশ্বের একটা খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠান। স্বল্পদামে সেরা কনফিগারেশন জন্য হুয়াওয়ের বিকল্প নাই।
বাজার ঘুড়ে দেখা গেছে কম দামের মোবাইল ফোনের পাশাপাশি মিডরেঞ্জের ফোনে চাহিদা বেশ ভালো। তবে ফ্ল্যাগশিপ ডিভাইসের প্রতি ক্রেতাদের আগ্রহ গত ঈদের থেকে অনেক বেশী । বাজারে হুয়াওযে যে ফোন গুলো গ্রাহকদের বেশি সাড়া ফেলেছে তার মধ্য হুয়াওয়ে পি৩০ লাইট, ওয়াই৭ প্রো (২০১৯), ও সাথে নোভা সিরিজ তো থাকছেই।