স্মার্টফোন দুনিয়ায় আবারও চমক দিতে প্রস্তুত রেডমি। সম্প্রতি ঘোষণা এসেছে, Redmi Turbo 4 Pro হবে প্রথম স্মার্টফোন যা Snapdragon 8s Gen 3 প্রসেসর নিয়ে বাজারে আসছে।
নতুনত্বে ভরপুর Redmi Turbo 4 Pro:
Snapdragon-এর সর্বশেষ চিপ 8s Gen 3 মূলত ফ্ল্যাগশিপ পারফরম্যান্সের একটি হালকা ও পাওয়ার-এফিশিয়েন্ট সংস্করণ। এটি উন্নত AI ফিচার, গেমিং পারফরম্যান্স এবং ব্যাটারি অপ্টিমাইজেশনে দারুণ কাজ করবে।
Redmi Turbo 4 Pro সম্ভাব্য ফিচারসমূহ:
-
💻 Snapdragon 8s Gen 3 প্রসেসর
-
🖥️ ১.৫কে রেজুলেশনের ৬.৭৮ ইঞ্চি OLED ডিসপ্লে (144Hz রিফ্রেশ রেট)
-
📸 ৫০ মেগাপিক্সেল Sony IMX ক্যামেরা সেন্সর
-
🔋 ৫,০০০ mAh ব্যাটারি, ৯০W ফাস্ট চার্জিং
-
🧠 AI-ভিত্তিক রিয়েলটাইম এডিটিং ও ভয়েস রেসপন্স ফিচার
Redmi Turbo 4 Pro প্রতিদ্বন্দ্বী কারা?
রেডমি টার্বো ৪ প্রো সরাসরি প্রতিযোগিতায় নামবে iQOO Neo 9 ও Realme GT Neo 6-এর মতো মিড-ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে। পারফরম্যান্সে এগিয়ে থাকলে দামেও চমক দেখাতে পারে রেডমি।
Redmi Turbo 4 Pro কবে আসছে?
চীনে এই ফোন এপ্রিলের শেষ বা মে মাসের শুরুর দিকে লঞ্চ হতে পারে। ভারত ও গ্লোবাল মার্কেটে একটু পরে এলেও, রেডমি ভক্তরা ইতোমধ্যে আগ্রহে অপেক্ষা করছেন।