দেশের স্মার্টফোন বাজারে আবারও বাজিমাত করল স্যামসাং। নতুন প্রজন্মের জন্য সাশ্রয়ী yet শক্তিশালী স্মার্টফোন হিসেবে স্যামসাং গ্যালাক্সি A06 মাত্র ১০ দিনেই নজর কাড়ছে প্রযুক্তিপ্রেমীদের। পারফরম্যান্স, ডিজাইন ও দামে ভারসাম্য রেখে বাজারে এসেছে এই মডেল, যা ইতোমধ্যেই স্মার্টফোন ক্রেতাদের মাঝে তুমুল সাড়া ফেলেছে।
গ্যালাক্সি A06—কেন এত জনপ্রিয়?
গ্যালাক্সি A06 ডিভাইসটিতে রয়েছে—
৬.৭ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে (২০:৯ অ্যাসপেক্ট রেশিও)
MediaTek Helio G85 প্রসেসর – স্মুথ গেমিং ও মাল্টিটাস্কিং
৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর
৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
৬০fps-এ ফুল এইচডি ভিডিও রেকর্ডিং – কনটেন্ট ক্রিয়েটরদের জন্য উপযুক্ত
৫,০০০ mAh ব্যাটারি ও ২৫ ওয়াট ফাস্ট চার্জিং
৪ বছরের নিরাপত্তা আপডেট ও ২টি ওএস আপগ্রেড
নতুন স্টোরেজ ভ্যারিয়েন্টও আসছে বাজারে
ক্রেতাদের ব্যাপক চাহিদার প্রেক্ষিতে, মে মাসের মাঝামাঝি সময়ে স্যামসাং ঘোষণা দিয়েছে—৪ জিবি + ১২৮ জিবি এবং ৬ জিবি + ১২৮ জিবি র্যাম/স্টোরেজ ভ্যারিয়েন্ট আবার বাজারে আনবে তারা।
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের এমএক্স ডিভিশনের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশনস, সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন, “স্যামসাং সবসময় চেষ্টা করে আধুনিক প্রযুক্তিকে সবার জন্য সহজলভ্য করতে। গ্যালাক্সি A06-এর দুর্দান্ত গ্রহণযোগ্যতা প্রমাণ করেছে যে আমরা সেই লক্ষ্য পূরণে সঠিক পথেই আছি।”