চীনভিত্তিক অপো যাত্রার শুরু থেকে গ্রাহক চাহিদার বিষয় বিবেচনা করে ডিভাইস উন্মোচনে জোর দিচ্ছে। এ ধারাবাহিকতা বজায় রাখা এবং ডিভাইসের প্রতিটি সূক্ষ্ম বিষয়ের নিখুঁত মান, শৈল্পিক দিক এবং অনন্যতা নিশ্চিতের বিষয় নতুন করে তুলে ধরতে লোগো ও ব্র্যান্ড আইডেন্টিটি পরিবর্তন করেছে প্রতিষ্ঠানটি।
বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রিমিয়াম স্মার্টফোন বাজারে ৮৬৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে অপো। যে কারণে অপো বিশ্বের দ্রুতবর্ধনশীল ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি লাভ করেছে। প্রিমিয়াম স্মার্টফোন বাজারের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ও ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় নিউইয়র্কভিত্তিক ডিজাইন প্রতিষ্ঠান পেন্টাগ্রামের বিখ্যাত ডিজাইনার এডি ওপারার সহযোগিতায় নতুন ব্র্যান্ড পরিচিতি প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করে অপো। সদ্য প্রকাশিত নতুন ব্র্যান্ড ইমেজারি অনুযায়ী অপো নিয়ে এসেছে দেখতে বেশ সরল ও ভারসাম্যপূর্ণ একটি লোগো।
সৃষ্টিশীলতা ও উদ্ভাবনে নিজেদের অবস্থান অটুট রাখতেই অপো তাদের প্রডাক্ট পোর্টফোলিওতে যুক্ত করেছে ‘অপো রেনো’ সিরিজ। ব্যবহারকারীদের মননশীলতা বাস্তবে রূপ দিতে সহায়ক করে প্রস্তুত করা হয়েছে রেনো সিরিজ। অপোর দাবি, সিরিজটি তরুণদের মাঝে নিজেদের ক্রিয়েটিভিটি বাস্তবে রূপ দিতে ও অপ্রকাশিত সৌন্দর্যকে প্রকাশে এক নতুন প্রবণতার জন্ম দেবে।