এই প্রথম ১১০ সিসিতে বাজারে এলো বাজাজের জনপ্রিয় কমিউটার প্লাটিনা। মডেলটির নাম দেয়া হয়েছে কমফোরটেক। এতে অ্যান্টি ব্রেকিং সিস্টেম বা এবিএস সংযোজন করা হয়েছে। সম্প্রতি ভারতের বাজারে বাইকটি অবমুক্ত করা হয়েছে। এর মূল্য ৫০ হাজার ৭৫২ রুপি। বাংলাদেশে বাইকটি কবে আসবে সে সম্পর্কে এখনো কিছু জানায়নি গ্লোবাল বাজাজ।
১১০ সিসির নতুন প্লাটিনা কমফোরটেক বাইকে আছে নিট্রোক্স রিয়ার সাসপেনশন। এর ফ্রন্টে কম্বি ব্রেকিং সিস্টেম সংযোজন করা হয়েছে। এছাড়াও এর দুই চাকায় টিউবলেস টায়ার রয়েছে।
নতুন প্লাটিনায় রয়েছে সিঙ্গেল সিলিন্ডারের দুই ভালবের ডিটিএস-আই এক্সহাসটেক ইঞ্জিন। এতে ১১৫ সিসি পাওয়া যাবে। ইঞ্জিনে ক্ষমতা ৬.৩ কিলোওয়াট, টর্ক ৯.৮১ নিউটন মিটার।
বাইকটি সেলফ ও কিক দুভাবেই স্টার্ট করা যাবে। এর টপ স্পিড ঘণ্টায় ৯০ কিলোমিটার।
৪ স্পিড গিয়ারবক্সের বাইকটিতে ১১ লিটারের জ্বালারি ট্যাংক ব্যবহার করা হয়েছে। এতে ডিআরএল হেললাইট রয়েছে। ডেটা নতুন ডিসকভারে দেখা যায়। বাইকটির ওজন ১১৭ কেজি।