দেশের ই-কমার্স খাতকে বিশ্বব্যাপী পরিচিতি জন্য রাজিব আহমেদের অবদান প্রশংসনীয় বলে মন্তব্য করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দেশি পণ্যের নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর ৩ লাখ মেম্বারের মাইলফলক অতিক্রম করার নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্যে এই তথ্য জানান তিনি।
তিনি বলেন, দেশের ই-কমার্স নারীদের অবদান রয়েছে অনেক। কোভিড-১৯ মহামারীকালে মানুষের ঘরবন্দি অবস্থায় দেশে ইন্টারনেটে ব্যবহার বেড়েছে। তার সাথে বৃদ্ধি পেয়েছে ই-কমার্সের কিনাবেচা । ই-কমার্সে কেনাকাটা বেড়েছে ৫০ শতাংশ এবং মোবাইল ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে ৫০ লাখ।
দেশি পণ্যের নিয়ে কাজ করায় উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) কে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, আমাদের দেশি পন্য ব্যবহার জন্য দেশের ক্রতা ও বিক্রিতার মাঝে সেতুবন্ধন হয়ে কাজ করবে উইমেন এন্ড ই-কমার্স ফোরাম । উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর মত সংগঠন প্রতিষ্ঠা করার জন্য উইমেন এন্ড ই-কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা এবং সভাপতি নাসিমা আক্তার নিসা ও উই এর উপদেষ্টা ও ইক্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব আহমেদকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, উইমেন এন্ড ই-কমার্স ফোরাম আমাদের দেশি পন্য প্রচার ও প্রসারের জন্য কাজ করবে। দেশি পন্য বিশ্বের পরিচিত করতে সাহায্য করবে ।
উল্লেখ্য, সারাদেশের ই-কমার্স নারী উদ্যোক্তাদের জন্য কাজ করার লক্ষ্যে নিয়ে ২৫ অক্টোবর ২০১৭ প্রতিষ্ঠা হয়ে ২৮ আগাষ্ট ২০১৯ থেকে নতুন উদ্যোমে এক্টিভ হয় উই। ই-কমার্সের পড়াশোনার দিয়ে এক্টিভ হলেও ধাপেধাপে দেশি পণ্যের দূর্গে পরিণত হয় উই। বাড়তে থাকে দেশি পণ্যের ক্রেতা ও বিক্রেতার সমাগম। সম্প্রতি ৩ লাখ মেম্বারের মাইলফলক অতিক্রম করলো উই।