প্রাচীনকালের মিহি মসলিন কাপড়ের উত্তরাধিকারী হিসেবে জামদানি শাড়ি বাঙ্গালী নারীদের অতি পরিচিত। মসলিনের উপর নকশা করে জামদানি কাপড় তৈরি করা হয়। জামদানি কাপড়ের পাশাপাশি ব্লকের কাপড়ের প্রতি আগ্রহ অনেক বাড়ছে ।
ব্লকের পোশাকের ঠিকঠাক যত্ন নেওয়ার উপায় সম্পর্কে পরামর্শ দেন ‘পাঁচমিশালি’ নামে অনলাইন শপের মালিক উদ্যোক্তা তানিয়া ইসলাম ত্রিনা । ব্লকের পোশাক মানে এতে রংয়ের আলাদা ছাপ দেওয়া হয়। বাড়তি রং যোগ করা হয় বলে এর বাড়তি যত্নও নিতে হবে। তবে তা কোনো ঝামেলাজনক কাজ নয়।
তিনি বলেন, জামদানি পোশাকের উপর দুর্বলতা থেকে জামদানি ব্লকের শাড়ী তৈরি করে ফেলে । সামনে আসছে আমার জামদানী ব্লকের চাদর এবং পরদা নিয়ে আসব আশা করি ।
তিনি বলেন, ব্লকের পণ্য বিক্রিতে আমি প্রতি সপ্তাহতেই লাখপতি আলহামদুলিল্লাহ্ । আমার মনে হয় এক বছর পরে সবার ঘরে ব্লকের পরদা এবং চাদর এক পিস হলেও থাকবে, ব্লকের পণ্য যেমন সুন্দর, তেমনি ঘরের শ্রী বাড়াতে সাহায্য করে । ব্লকের কাজ করতে গিয়ে বুঝলাম মানুষ ব্লক এতো পছন্দ করে। প্রতি সপ্তাহে এতো এতো অর্ডার এর কাজ গুলি করে আমি প্রায় নাজেহাল হয়ে যাই । সব কিছুতে আমি একটা জিনিস কে খুব বেশি মূল্যায়ন করেছি তা হলো পণ্যমান।
কিভাবে ব্লকের কাপড়ের যত্ন নিবেন?
1)ব্লকের কাপড় গোসলের সাবান অথবা শ্যাম্পু দিয়ে ধুতে হয়।
2)ক্ষারযুক্ত সাবান ব্যবহার করা যাবে না।
3)কড়া রোদে শুকিয়ে উল্টো পাশে আয়রন করতে হয়।
4)ব্লক প্রিন্টের রং একটা সময় পর ধীরে ধীরে মলিন হয়ে যেতে থাকে। যত্ন নিলে বেশি সময় টিকে যাবে। সোনালি বা রুপালি রং ব্যবহার করলে তা খুব দ্রুত মলিন হয়ে যায়। এই দুটো রং মলিন হতে হতে একটা সময় উধাও হয়ে যায়।
ব্লকের কাপড় ভাঁজ করে তুলে রাখলে সমস্যা নেই। আলমারিতে ঝুলিয়ে রাখতে পারলে বেশি ভালো। কাপড়ে যেন পোকা না ধরে এবং সুগন্ধি থাকে সে জন্য দারুচিনি, এলাচি টুকরা বেঁধে কাপড়ের ভাঁজে রাখতে পারেন। নইলে ন্যাপথলিন তো আছেই। অনেক দিন ব্লকের কাপড় ব্যবহার না করলেও মাঝে মাঝে রোদে ছড়িয়ে দিন।